স্ক্র্যাচ কি?
স্ক্র্যাচ আসলে একটি এনিমেশনের প্রোগ্রাম তৈরির সফট। খুবই সহজ প্রোগ্রাম এটি। ড্রাগ এন্ড ড্রপ সিস্টেম।
কিভাবে ব্যবহার করবো?
আপনি খুব সহজে এটি ব্যবহার করতে পারবেন। কিছু না বুঝলে মেনুর Want Help? বাটনে ক্লিক করে Getting Started এ যান।
কাদের জন্য?
স্ক্র্যাচ সফটটি মূলত বিগিনারদের জন্য। তবে আপনি যদি প্রোফেশনাল হন তবে প্রফেশনাল কাজেও এটি ব্যবহার করতে পারবেন।কি বানাতে পারবেন?
স্ক্র্যাচ দিয়ে সাধারণ এনিমেশন ছাড়াও বানাতে পারবেন বেশ কিছু মজার মজার জিনিস।তবে গেমস দেখে ভাববেন না এটা দিয়ে আপনি গেম ডেভেলোপার হতে পারবেন। এটা দিয়ে শুধু একটু গেম টাইপের দু-একটা মূলত: এনিমেশনই বানানো সম্ভব। তবে আপনার মেধার উপরই সবকিছু নির্ভর করবে।
ডাউনলোড
আপনার কাছে বিজয় ৫২ এর সিডি থাকলে সিডির মধ্যে সফটটি পাবেন। না থাকলে ডাউনলোড করুন-http://www.datafilehost.com/d/5d86d0d5 এখান থেকে।