google-site-verification: googlefee13efd94de5649.html গ্যাসের দাবিতে নারায়ণগঞ্জে ঝাড়ু মিছিল - তারুণ্যের কন্ঠস্বর

HeadLine

News Update :

Monday, January 25

গ্যাসের দাবিতে নারায়ণগঞ্জে ঝাড়ু মিছিল


বাসাবাড়িতে চরম গ্যাস সঙ্কটের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ রিংরোড অবরোধ করেছেন এলাকাবাসী। এতে রাস্তার দুই পাশে যানবাহন আটকে পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। বিক্ষোভকারীরা জানান, গত এক মাস ধরে নারায়ণগঞ্জের শহর জুড়ে গ্যাস সঙ্কট দেখা দিয়েছে। সকাল ৬টা থেকে রাত ১টা পর্যন্ত গ্যাস থাকে না এই অঞ্চলে। তবে গত ২২ জানুয়ারি থেকে এখন পর্যন্ত একটানা গ্যাস আসছে না এসব এলাকায়। তাই ক্ষিপ্ত হয়ে ঝাড়ু, জুতা ও লাঠি হাতে রাস্তায় নেমে পড়েছেন গৃহিণীসহ সর্ব স্তরের লোকজন। তাদের একটাই দাবি ‘গ্যাস নাই গ্যাস চাই, রান্না করে খেতে চাই।’ সকাল থেকে দুপুর পর্যন্ত এ প্রতিবেদন লেখা অবস্থায় তারা রাস্তায় অবস্থান করছিল। ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ রিংরোডের দুই পাশে যানবাহন আটকে পড়ে এবং দুইদিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। গৃহিণী পারভীন আক্তার জানান, গত চারদিন ধরে একটানা গ্যাস নেই। হঠাৎ করে গ্যাস সঙ্কট দেখা দেওয়ায় সন্তানদের নিয়ে আমরা মহাসঙ্কটে পড়েছি। তিনি বলেন, সঙ্কট সমাধানের ঘোষণা না দিলে রাস্তা ছাড়ব না। এদিকে রাজধানীর বিভিন্ন এলাকায়ও চরম গ্যাস সঙ্কট বিরাজ করছে। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত গ্যাস থাকছে না। ফলে অনাহারে অর্ধাহারে থাকতে হচ্ছে রাজধানীর বিপুল সংখ্যক মানুষকে।

No comments:

Post a Comment

Thank you very much.