google-site-verification: googlefee13efd94de5649.html রবি ফাস্ট বোলার হান্ট প্রতিযোগিতা - তারুণ্যের কন্ঠস্বর

HeadLine

News Update :

Tuesday, January 12

রবি ফাস্ট বোলার হান্ট প্রতিযোগিতা


রবি ফাস্ট বোলার হান্ট প্রতিযোগিতায় অংশ নেয়ার ব্যাপারে ব্যাপক সাড়া পড়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও স্পন্সর প্রতিষ্ঠান রবি আজিয়াটা লিমিটেড যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করছে। মঙ্গলবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে এমন কথা জানানো হয়।
চলতি বছরের পহেলা জানুয়ারি থেকে শুরু হয়েছে প্রতিযোগিতায় অংশ নেয়ার প্রক্রিয়া। ১৪ জানুয়ারি পর্যন্ত চলবে এই নিবন্ধন প্রক্রিয়া। ১৭ জানয়ারি প্রথম দফায় দেশজুড়ে ১৬টি স্টেডিয়ামে সম্ভাবনাময় ফাস্ট বোলার নির্বাচন প্রক্রিয়া। এবার ছেলেদের পাশাপাশি নারী ক্রিকেটাররাও এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।
এ পর্যন্ত প্রায় ৩৫ হাজার ফাস্ট বোলার এ প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য আবেদন করেছে। এরমধ্যে ৭ হাজার ৫০০ অংশগ্রহণকারী নিবন্ধনের শর্ত অনুযায়ী যোগ্য প্রতিযোগী হিসেবে বিবেচিত হয়েছেন।
ক্যাম্পেন নিয়ে আশাবাদ ব্যক্ত করে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘এ আয়োজনের মাধ্যমে আমরা আগামী দিনের মাশরাফি, রুবেল, মুস্তাফিজ ও তাসকিনদের খোঁজার চেষ্টা করছি। আমি নিশ্চিত এ পদক্ষেপের মাধ্যমে তাদের খুঁজে পাওয়া যাবে। বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নে রবি প্রতিনিয়ত সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার জন্য তাদের ধন্যবাদ জানাচ্ছি।’
অনন্য এ উদ্যোগটি সম্পর্কে রবি’র চিফ অপারেটিং অফিসার মাহতাব উদ্দিন আহমেদ বলেন, “ফাস্ট বোলিং বেশ কঠিন, কিন্তু জনপ্রিয় খেলা ক্রিকেটে এর অন্যরকম একটা আকর্ষণ আছে। বিশ্বের শীর্ষস্থানীয় ক্রিকেট দলগুলোর ফাস্ট বোলাররা তাদের গতি দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করে পিছু হটতে বাধ্য করে।’
তিনি বলেন, ‘জাতীয় ক্রিকেট দলের গর্বিত স্পন্সর হিসাবে রবি মনে করে প্রতিনিয়ত ফাস্ট বোলারের চাহিদা পূরণ করার দিকে আমাদের নজর দেয়া উচিত। তাই রবি’র সুপার ফাস্ট ইন্টারনেটের সৌজন্যে আমরা ফাস্ট বোলার হান্ট ক্যাম্পেইন চালু করেছি। বিশ্ব ক্রিকেট দরবারে বাংলাদেশের নাম আরো উজ্জ্বল করে তুলতে এ পদক্ষেপটি অনন্য ভূমিকা পালন করবে বলে আমরা বিশ্বাস করি। দেশের ক্রিকেটে ফাস্ট বোলিংয়ের উন্নয়নে বিসিবি’র আন্তরিক প্রচেষ্টা ও সহযোগিতার জন্য তাদের ধন্যবাদ জানাই।’
প্রত্যক অংশগ্রহণকারীকে পর্যবেক্ষণ ও তাদের রেকর্ড সংগ্রহের জন্য জাতীয় ক্রিকেট একাডেমি থেকে বোলিং কোচ নিযুক্ত থাকবেন। যাছাই-বাছাই পর্ব শেষে শীর্ষ ১২ জন খেলোয়াড়কে বিজয়ী ঘোষণা করা হবে। সেই ১২ জন যেন জাতীয় পর্যায়ে খেলতে পারেন সেজন্য তাদের হাই পারফরমেন্স টিমের মাধ্যমে প্রশিক্ষণ দেয়া হবে। 
সূত্র : বাসস

No comments:

Post a Comment

Thank you very much.