আল্লাহ্ বলেছেন ঃ
- হে ঈমানদারগণ ! তোমরা নিজেদেরকে এবং পরিবারকে লোকদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ( সুরা আত তাহ্রীম )
********************************************************************
আর যারা মুখ ফিরিয়ে নিয়েছে তাদের জন্য তো জাহান্নামের প্রজ্জ্বলিত আগুনই যথেষ্ট। যারা আমার আয়াতগুলো মেনে নিতে অস্বীকার করেছে তাদেরকে আমি নিশ্চিতভাবেই আগুনের মধ্যে নিক্ষেপ করবো। আর যখন তাদের চামড়া পুড়ে গলে যাবে তখন তার জায়গায় আমি অন্য চামড়া তৈরী করে দেবো, যাতে তারা খুব ভালোভাবে আযাবের স্বাদ গ্রহণ করতে পারে। আল্লাহ বিপুল ক্ষমতার অধিকারী এবং তিনি নিজের ফায়সালাগুলো বাস্তবায়নের কৌশল খুব ভালোভাবেই জানেন।(সূরা নিসা ৫৬ নং আয়াত)
আল্লাহ বলেন, যে নিজেকে শুদ্ধ করেছে সেই সফলকাম হয়েছে। আর যে নিজেকে কলুষিত করে সেই ব্যর্থ। (সূরা শামস : ৯, ১০)।
No comments:
Post a Comment
Thank you very much.