Hello বন্ধুরা ! সবাই কেমন আছেন ? আজ এসেছি আমি Tense সম্পর্কে আলোচনার দ্বিতীয় পর্ব নিয়ে । গত পর্বে আমরা আলোচনা করেছিলাম Tense বা কালের Present Tense নিয়ে । 
আজ আমরা আলোচনা করবো Past Tense নিয়ে । কথা না বাড়িয়ে চলুন Past Tense নিয়ে আলোচনা শুরু করি । 
📂 Past Tense  অতীত কাল
👉 Past Indefinite Tense:  কোনো কাজ অতীতকালে শেষ হয়েছিল এবং তার ফল এখন আর বর্তমান নেই এরূপ বুঝালে এর কালকে Past Indefinite Tense বলে ।  
📢 Past Indefinite Tense চেনার উপায় ঃ বাংলা ক্রিয়াপদের শেষে লাম, লে, লেন, ল, নি, নাই ইত্যাদি থাকে ।
📢 গঠন প্রণালীঃ Subject এর পর Verb এর Past Tense এর রূপ হয় .
📢 উদাহরনঃ 
| আমি করেছিলাম | I did.  | 
 আমি বাজারে গিয়েছিলাম  | I went to market.  | 
সে গ্লাসটি ভাংগেনি  | He did not break the glass.  | 
👉 Past Continuous Tense: কোন কাজ অতীতকালে হচ্ছিল বা চলছিল এরূপ বুঝালে এর কালকে Past Continuous Tense বলে । 
📢 Past Continuous Tense চেনার উপায় ঃ সাধারনত বাংলা ক্রিয়াপদের শেষে তেছিলাম, তেছিলে, তেছিল ইত্যাদি থাকে । 
📢 গঠন প্রণালীঃ Subject এর পরে Person ও Number অনুসারে Was বা Were বসে, তারপর মূল Verb এর সাথে ing যোগ হয় । 
 
  
   Subject + was / were + মূল Verb এর সাথে ing যোগ
   | 
 
📢 উদাহরনঃ 
 
  | 
    আমি পড়িতেছিলাম 
   | 
  
    I was reading. 
   | 
 
 
  | 
    তুমি পড়িতেছিলে 
   | 
  
    You were reading. 
   | 
 
 
  | 
    ছেলেটি গান করছিল 
   | 
  
    The boy was singing.  
   | 
 
📋 Note (i):  অতীত কালের দুইটি কাজ একই সাথে চলছিল বুঝালে দু'টিরই Past Continuous Tense হয়। যেমনঃ 
 
  | 
   তিনি যখন ঘুমাচ্ছিলেন তখন আমি বই পড়ছিলাম  
   | 
  
   I was reading a book while he was sleeping.  
   | 
 
📋 Note (ii): অতীতে একটি কাজ চলাকালীন সময়ে আর একটি কাজ সম্পাদিত হয়েছিল বুঝালে যেটি চলছিল সেটির Past Continuous Tense এবং অন্যটি Past Indefinite Tense হয়। যেমনঃ 
 
  | 
    সে যে সময় আমার কাছে এসেছিল তখন আমি উপন্যাস পড়ছিলাম  
   | 
  
   When he came to me , I was reading a novel.   
   | 
 
👉 Past Perfect Tense: অতীত কালে একটি কাজের পূর্বে আর একটি কাজ সংঘটিত হয়েছিল এরূপ বুঝালে এর কালকে Past Perfect Tense বলা হয় ।
📢 Past Continuous Tense চেনার উপায় ঃ অতীতে একটি কাজের পূর্বে আর একটি কাজ সংঘটিত হয়েছিল বুঝায় ।
📢 গঠন প্রণালীঃ 
- যে কাজটি আগে হয় তার Past Perfect অর্থাৎ মূল Verb এর Past Participle এবং এর পূর্বে  had বসবে । 
 - যে কাজটি পরে হয় তার Past Indefinite Tense হয় ।
 
📢 উদাহরনঃ 
 
  | 
   ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল  
   | 
  
    The patient had died before the doctor came. 
   | 
 
 
  | 
   রোগী মারা যাওয়ার পরে ডাক্তার এসেছিল  
   | 
  
    The doctor came after the patient had died. 
   | 
 
📋 Note (i): সাধারণত before এর পূর্বে এবং after এর পরে Past Perfect Tense হয় ।
📋 Note (ii): দুটি অতীত ঘটনা that দ্বারা যুক্ত হলে সাধারণত that এর পরবর্তী Verb এর Past Perfect Tense হয় । যেমনঃ 
 
  | 
    রহিম বলল যে সে কাজটি করেছিল 
   | 
  
   Rahim said that he had done the work.  
   | 
 
📋 Note (iii): যেতে না যেতে, আসতে না আসতে, ইত্যাদি অসমাপিকা ক্রিয়া থাকলে No sooner had.........than দিয়ে Sentence টি আরম্ভ করতে হয় । যেমনঃ 
 
  | 
   শিক্ষক শ্রেনীকক্ষে ঢুকতে না ঢুকতে ছাত্ররা উঠে দাঁড়াল  
   | 
  
   No sooner had the teacher entered the class room than the students stood up.  
   | 
 
👉 Past Perfect Continuous Tense: অতীতে একটি কাজ আরম্ভ হয়ে দীর্ঘ সময় ধরে চলছিল বুঝালে এর কালকে Past Perfect Continuous Tense বলে ।
📢 গঠন প্রণালীঃ যে কাজটি আগে হচ্ছিল তা  Past Perfect Continuous Tense অর্থাৎ Subject এর পরে had been বসে + মূল Verb এর সাথে ing যোগ হয় এবং যেটি পরে হয়েছিল তার Past Indefinite Tense হয় । 
📢 উদাহরনঃ
 
  | 
   তুমি আসিবার পূর্বে সে একঘন্টা যাবত খেলতেছিল  
   | 
  
   He had been playing for an hour before you came.  
   | 
 
 
  | 
   দুই ঘন্টা যাবত বৃষ্টি হচ্ছিল  
   | 
  
   It had been raining for two hours.  
   | 
 
( Continue / চলবে..........)
 
Nice
ReplyDeleteGreat
ReplyDeleteবেশ বালো
ReplyDelete