কম অ্যাপ্লিকেশন চালু রাখুন : কম্পিউটারের একসঙ্গে একাধিক প্রোগ্রাম কিংবা ওয়েবসাইট চালানোর কারণে অনেক সময় র্যামের ওপর প্রেসার পরে, ফলে কম্পিউটার স্লো হয়ে যায়। তাই একত্রে একাধিক অ্যাপ্লিকেশন ওপেন না করলে কম্পিউটার গতিশীল থাকবে।
কম্পিউটার ঠাণ্ডা রাখুন : কম্পিউটারকে সব সময় ঠাণ্ডা রাখতে হবে। কেননা অতিরিক্ত গরম হয়ে গেলে কম্পিউটার বন্ধ হয়ে যেতে পারে। এ সমস্যা দেখা দিলে প্রথমেই কম্পিউটারের বাতাস চলাচলের পথগুলো উন্মুক্ত রাখতে হবে। ভেতরে ময়লা জমলে তা ভালোভাবে পরিষ্কার করতে হবে। ল্যাপটপে এমনটা হলে বাড়তি ফ্যানসহ কুলিং প্যাড ব্যবহার করতে পারেন। আর ডেস্কটপ কম্পিউটার বেশি গরম হলে বাড়তি ফ্যান লাগানোর ব্যবস্থা করতে হবে।
হার্ড ডিস্ক খালি রাখুন : কম্পিউটারের হার্ড ডিস্কের জায়গা পরিপূর্ণ না রেখে সব সময় কিছুটা খালি রাখা উচিত। কেননা হার্ড ডিস্ক পরিপূর্ণ থাকলে কম্পিউটারের গতি কমে যেতে পারে। তাই গতি বাড়ানোর জন্য প্রথমেই আপনাকে হার্ড ডিস্কের কিছু জায়গা খালি করতে হবে।
অপ্রয়োজনীয় ফাইল মুছে ফেলুন : অনেক কম্পিউটারেই বহু প্রোগ্রাম ইনস্টল করা থাকে, যেগুলোর কোনো প্রয়োজনীয়তা নেই। এসব অপ্রয়োজনীয় প্রোগ্রাম ও ফাইল মুছে ফেলাই হতে পারে গতি বাড়ানোর অন্যতম উপায়।
টেম্পোরারি ফাইল ডিলিট করুন : ওয়েবসাইট ভিজিট করলেই এসব ফাইল কম্পিউটার সেভ করে রাখে। আর এ প্রক্রিয়ায় কম্পিউটার ক্রমে ধীরগতির হয়ে যায়। এ ঝামেলা দূর করার জন্য আপনার নিয়মিত টেম্পোরারি ফাইল ডিলিট করা উচিত।
অ্যান্টিভাইরাস ব্যবহার করুন : কম্পিউটারে কোনো ভাইরাস আক্রমণ করল কিনা তা কিছুদিন পরপর অ্যান্টিভাইরাস দিয়ে পরীক্ষা করে নেয়া উচিত।
বাড়তি র্যাম : কম্পিউটার যদি হয় পুরনো মডেলের, তাহলে নতুন সফটওয়্যার চালাতে তা সমস্যায় পড়তে পারে। এ সমস্যা মোকাবেলায় কম্পিউটারে অতিরিক্ত র্যাম লাগানো উচিত। এতে করে কম্পিউটার আরও বেশি গতিময় হবে।


No comments:
Post a Comment
Thank you very much.