প্রত্যক্ষদর্শীদের মতে, এটি বছরের সর্ববৃহৎ মিছিল। রাজধানী পরিণত হয়েছিল মিছিলের নগরীতে। একই দৃশ্য সারা দেশের শহর, নগর-মহানগরীতেও। নয়াপল্টন থেকে শুরু হওয়া মিছিলের আগে সংক্ষিপ্ত বক্তব্যে প্যালেষ্টাইনের অধিকৃত ভূখ- থেকে ইসরাইলী বাহিনী প্রত্যাহারসহ গাজায় সংঘটিত হত্যাকা- বন্ধে বিশ্ব সম্প্রদায়কে সোচ্চার হওয়ার আহবান জানিয়েছেন জোটের প্রধান দল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বাংলাদেশের মানুষ ফিলিস্তিনিদের সঙ্গে আছে। ইনশাল্লাহ স্বাধীন ভূ-খ-ন্ডের সংগ্রামে তারা জয়ী হবে।
গত ৮ জুলাই থেকে প্রায় একমাসে প্যালেষ্টাইনের গাজায় ইসরাইলী বাহিনী কর্তৃক দুই হাজারের বেশি ফিলিস্তিনি নারী-পুরুষ-শিশু নিহত হন। আহত হন আরো কয়েক হাজার। এ হামলা ও হত্যার প্রতিবাদ জানাতে দেশের বিরোধী জোট এই কর্মসূচি পালন করে। এর মাধ্যমে জোটের হাজার হাজার নেতাকর্মী বুকে কালো ব্যাজ ধারণ ও হাতে কালো পতাকা নিয়ে নির্মম হত্যাযজ্ঞের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে।
গত ৫ জানুয়ারির ভোট বর্জনের আন্দোলনের পর বিএনপির নেতৃত্বাধীন এই জোটের এটিই প্রথম রাজনৈতিক কর্মসূচি। এর আগে রাজধানী ঢাকায় পুলিশ বিএনপি অথবা জোটকে কোনো মিছিল করতে দেয়নি সরকার।
কালো পতাকা মিছিল উপলক্ষে গরমপানির কামান ও সাঁজোয়া যানসহ আইনশৃঙ্খলা বাহিনীরও ব্যাপক উপস্থিতি দেখা গেছে নয়া পল্টন থেকে মালিবাগ মোড় পর্যন্ত মিছিলের গন্তব্য পথে। দলীয় কার্যালয়ের সামনে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়। মিছিলের সামনে ও পেছনেও পুলিশের পেট্রোল কার ছিলো। জনসমুদ্রে ছিল না কোন বিশৃঙ্খলার ছাপ। পূর্বপরিকল্পনা অনুযায়ী সুশৃঙ্খল মিছিল অনুষ্ঠিত হয়েছে। দায়িত্বপালনকারী পুলিশেরই মন্তব্য, ‘শান্তিপূর্ণ মিছিল করা যে শর্ত মেনে বিএনপি অনুমতি পেয়েছিল তারা সেকথা রেখেছে।’
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে বিকেল পৌনে চারটায় শুরু হওয়া মিছিলে পায়ে হেঁটে নেতৃত্ব দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থ্ায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম, মির্জা আব্বাসসহ ২০ দলীয় জোটের শীর্ষ নেতারা। একেকটি অঞ্চল বা ব্যানারে সহ¯্রাধিক মিছিলকারীর নেতৃত্ব দিয়েছেন দায়িত্বপ্রাপ্ত সংগঠনের সিনিয়র নেতারা। দীর্ঘ ৫০ মিনিট পর মিছিলের শেষাংশ গন্তব্যস্থল মালিবাগে পৌঁছে।
সমাবেশ শুরুর বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গত কয়েক সপ্তাহ যাবত গাজায় ইসরাইলী বাহিনী গোলাবর্ষণ করে দুই হাজারের অধিক নারী-পুরুষ-শিশু হত্যা করেছে। আমরা দাবি জানাচ্ছি- অবিলম্বে এই হামলা ও গোলাবর্ষণ বন্ধ করুন। অধিকৃত ভূখ- ফিলিস্তিনিদের ফিরিয়ে দিন। এ ব্যাপারে বিশ্ব সম্প্রদায়কে সোচ্চার হওয়ার আমরা উদাত্ত আহবান জানাচ্ছি। তিনি বলেন, আমরা স্পষ্টভাষায় বলে দিতে চাই, বাংলাদেশের মানুষ ফিলিস্তিনিদের সঙ্গে আছে। ইনশাল্লাহ স্বাধীন ভূ-খ-ের সংগ্রামে তারা জয়ী হবে।
এর আগে মহানগর বিএনপির আহ্বায়ক ও সমাবেশের সভাপতির বক্তব্যে মির্জা আব্বাস বলেন, গাজায় নিরীহ মানুষ হত্যার প্রতিবাদে আমাদের এই কালো পতাকার মৌন মিছিল হবে। এটা সরকারের বিরুদ্ধে কোনো মিছিল নয়। নেতাকর্মীদের রাজনৈতিক কোনো শ্লোগান না দেয়ার আহবান জানান তিনি। সংক্ষিপ্ত সমাবেশটি পরিচালনা করেন মহানগর সদস্য সচিব হাবিব উন নবী খান সোহেল।
বিশাল এই মিছিলে ২০ দলীয় জোটের নেতাদের মধ্যে জামায়াতে ইসলামীর অধ্যাপক মজিবুর রহমান, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আব্দুল লতিফ নেজামী, খেলাফত মজলিসের চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক, জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, কল্যাণ পার্টির সভাপতি মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, ডিএল’র সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনি, এলডিপি’র মহাসচিব রেদোয়ান আহম্মেদ, ন্যাপের জেবেল রহমান গানি, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান এডভোকেট আজাহারুল ইসলাম, এনডিপির খন্দকার গোলাম মূর্তজা, ইসলামিক পার্টির এডভোকেট আব্দুল মোবিন, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, এনপিপির সভাপতি ড. ফরিদুজ্জামান ফরহাদ, মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, জমিয়তে উলামা ইসলামের মাওলানা মহিউদ্দিন ইকরাম, মুসলিম লীগের শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, পিপল্স লীগের খাজা গরীবে নেওয়াজ, সাম্যবাদী দলের সাঈদ আহমেদ প্রমুখ ছিলেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, ভাইস-চেয়ারম্যান আব্দুুল্লাহ আল নোমান, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টু, শামসুজ্জামান দুদু, এ এস এম আব্দুুল হালিম, এ জেড এম ডা. জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, মোহাম্মদ শাহজাহান, সালাহউদ্দিন আহমেদ, মাহবুবউদ্দিন খোকন, রুহুল কবির রিজভী, অর্থবিষয়ক সম্পাদক আব্দুস সালাম, যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, প্রচার সম্পাদক জয়নাল আবেদীন ফারুক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, মানবাধিকার বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার নাসির উদ্দিন অসীম, হাবীবুর রশিদ হাবীব, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, আব্দুল লতিফ জনি, শামীমুর রহমান শামীম, আসাদুল করীম শাহিন, সুলতান সালাহ উদ্দিন টুকু, এ বি এম মোশাররফ হোসেন, মোস্তাফিজুর রহমান বাবুল, গোলাম রব্বানীসহ অঙ্গসংগঠনের নুরে আরা সাফা, শিরিন সুলতানা, মীর সরফত আলী সপু, শফিউল বারী বাবু, হাফেজ আব্দুল মালেক, আব্দুুল কাদের ভুঁইয়া জুয়েল, হাবিবুর রশীদ হাবিব প্রমুখ নেতৃবৃন্দ।
মিছিলের নগরীতে বছরের সর্ববৃহৎ মিছিল : ৫ জানুয়ারি ভোট বর্জনের আন্দোলনের দীর্ঘ সময়ের পর বিএনপির নেতৃত্বে এই মিছিলে নয়াপল্টনের এক কিলোমিটারের দীর্ঘ পথে জনসমুদ্র সৃষ্টি হয়েছিলো। বেলা ১২টার পর থেকে মহানগরীর বিভিন্ন ওয়ার্ড, থানা থেকে হাজার হাজার নেতা-কর্মীদের মধ্যে বিএনপির প্রাধান্য ছিলো বেশি। এছাড়া জামায়াতে ইসলামী, ইসলামী ঐক্যজোটের নেতা-কর্মীরা এতে যোগ দেয়। ফলে দুপুরের পরই রাজধানী মিছিলের নগরীতে রূপ নেয়। যদিও দু’দিন আগে থেকেই দলের কেন্দ্রীয় কার্যালয় অবরুদ্ধ করে রাখে পুলিশ। জেলা শহরেও নেতাকর্মীদের বাসা-বাড়ীতে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও রয়েছে। গতকালও তার ধারাবাহিকতা রেখেছিল পুলিশ। মিছিলের শুরুতে জোনাকী সিনেমা হলের কাছে ইসলামী ছাত্র শিবিরের একটি মিছিল এসে দাঁড়ালে পুলিশ তাদের ব্যানার কেড়ে নেয় বলে অভিযোগ করেছে কর্মীরা। এ নিয়ে উত্তেজনা সৃষ্টি হলে ব্যানার ফেরত দেয় পুলিশ। ট্রাকের উপর নির্মিত অস্থায়ী মঞ্চ থেকেও সদস্য সচিব হাবিব উন নবী খান সোহেল মাইকে অভিযোগ করেন, তাদের কয়েকটি মিছিলের ব্যানার কেড়ে নেয়া হয়েছে।
পাড়া-মহল্লা থেকে আগত নেতা-কর্মীদের হাতে কালো পতাকা ও বুকে ব্যাজ ছিলো। কর্মীরা ‘গাজায় ফিলিস্তিনিদের ওপর হামলা বন্ধ কর, ‘স্টপ জেনোসাইড, স্বাধীন ফিলিস্তিনি ভূখ- চাই’ গাজায় হামলা কেন জাতিসংঘ জবাব চাই, ‘ফ্রি গাজা, ফ্রি প্যালেষ্টাইন’, ‘প্রেয়ার ফর গাজা, ‘লক্ষ গাজী জন্ম নিবে এক শহীদের রক্ত থেকে’ ইত্যাদি বাংলা-ইংরেজী লেখা সম্বলিত প্ল্যাকার্ড বহন করে। মিছিলকারীরা যখন গন্তব্যে যাচ্ছিলেন তখন রাস্তার পাশের বিল্ডিংয়ের ছাদ, বারান্দা থেকে বাসিন্দা নারী-পুরুষরা হাত নেড়ে সমর্থন ও সংহতি জানান। এই মিছিল উপলক্ষে দুপুর থেকে পল্টন, বিজয়নগর, কাকরাইল, মালিবাগ, বেইলি রোডসহ বিভিন্ন সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
রাজশাহী ব্যুরো জানান, রাজশাহীতে কালো পতাকা মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। ফিলিস্তিনি নারী ও শিশুদের ওপর ইহুদি রাষ্ট্র ইসরাইলের নৃশংস হামলার প্রতিবাদে রাজশাহী মহানগর বিএনপি শনিবার দুপুরে কেন্দ্রঘোষিত ওই কর্মসূচি পালন করে।
দুপুরে নগরীর ভুবনমোহন পার্ক থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে। এতে নেতৃত্ব দেন বিএনপির যুগ্ম মহাসচিব ও রাজশাহীর সাবেক মেয়র মিজানুর রহমান মিনু। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর আগে ভুবনমহন পার্কে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
নোয়াখালী ব্যুরো জানান, ২০ দলীয় জোটের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল শনিবার নোয়াখালীতে ২০ দলীয় জোটের কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হয়। বিকাল সোয়া ৫টার দিকে এক বিরাট কালো পতাকা মিছিল প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মাইজদী পৌরবাজার মোড়ে এক প্রতিবাদ সভায় বক্তব্য রখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নোয়াখালী পৌরসভা মেয়র হারুনুর রশিদ আজাদ, জামায়াত নেতা নিজাম উদ্দিন, শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু নাছের, দেলোয়ার কমিশনার, ভিপি জসিম প্রমুখ।
খুলনা থেকে বিশেষ সংবাদদাতা জানান, কেন্দ্রঘোষিত কর্মসূচি অনুযায়ী ২০ দলীয় জোট খুলনা মহানগর ও জেলা শাখার উদ্যোগে গতকাল কালো পতাকা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বেলা ১১টায় নগরীর কে ডি ঘোষ রোডে বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশে মহানগর ২০ দলীয় জোটের সমন্বয়ক সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু সভাপতিত্ব করেন। এতে বক্তব্য রাখেন কেসিসি মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনি, অ্যাড. এসএম শফিকুল আলম মনা, কাজী সেকেন্দার আলী জামায়াত নেতা মাস্টার শফিকুল আলম, খান গোলাম রসুল, বিজেপি নেতা অ্যাড. লতিফুর রহমান লাবু প্রমুখ।
নীলফামারী জেলা সংবাদদাতা জানান, নীলফামারীতে কালো পতাকা মিছিল করেছে জেলা বিএনপি। গতকাল দুপুরে দলীয় কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ট্রাফিক মোড়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব শামসুজ্জামান জামান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মীর সেলিম ফারুক, জাসাস কেন্দ্রীয় সদস্য মোস্তফা হক প্রধান বাচ্চু প্রমুখ।
নাটোর জেলা সংবাদদাতা জানান, নাটোর জেলা বিএনপি কালো পতাকা মিছিল ও সমাবেশ করেছে। গতকাল শহরের আলাইপুরে বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাবেক সংসদ সদস্য অধ্যাপক কাজী গোলাম মোর্শেদের নেতৃত্বে কালো পতাকা মিছিল বের হয়ে উত্তরা সুপার মার্কেট এলাকা ঘুরে আবারও বিএনপি অফিসের সামনে ফিরে গিয়ে এক সমাবেশে মিলিত হয়। এসময় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আমিনুল হক, সহ-সভাপতি রহিম নেওয়াজ, সাংগঠনিক সম্পাদক কাজী শাহ আলম, যুগ্ম সম্পাদক গোলাম সারোয়ার প্রমুখ।
সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা জানান, সিরাজগঞ্জ জেলা বিএনপি গতকাল দুপুরে কালো পতাকা মিছিল ও সমাবেশ করেছে। প্রবল বৃষ্টি উপেক্ষা করে দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর আগে দলীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সহ সাংগঠনিক সম্পাদক নুর কায়েম সবুজ, শহর বিএনপির সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা প্রমুখ।
কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার জানান, কুষ্টিয়ায় ২০ দলীয় জোটের কালো পতাকা মিছিল হয়েছে। গতকাল সকালে মিছিলটি কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি চত্বর থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষণ করে বড় বাজার রেল গেটে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জেলা বিএনপির সভাপতি জেলা ২০ দলীয় জোটের আহ্বায়ক সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমীর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লিংকন, জেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমির অধ্যাপক ফরহাদ হুসাইন প্রমুখ।
দিনাজপুর অফিস জানান, ফিলিস্তিনে ইসরাইলি গণহত্যার বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গতকাল সকালে ২০ দলীয় ঐক্যজোট ও ইসলামী আন্দোলন বাংলাদেশ পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। এদিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুর জেলা ২০ দলীয় ঐক্যজোট গতকাল সকাল সাড়ে ১১টায় শহরের জেলরোডস্থ জেলা বিএনপি কার্যালয় হতে ইসরাইলি গণহত্যার প্রতিবাদে কালো পতাকা মিছিল বের করে। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান মিন্টু, আখতারুজ্জামান জুয়েল, অ্যাড. আনিসুর রহমান, হাসান্জ্জুামান উজ্জ্বল, জাগপা’র রকিবউদ্দীন চৌধুরী মুন্না, ন্যাপের মঞ্জুরুল আলম, জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি আব্দুল কাইয়ুম প্রমুখ।
নেত্রকোনা জেলা সংবাদদাতা জানান, নেত্রকোনা জেলা বিএনপির উদ্যোগে গতকাল জেলা শহরের কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খানের নেতৃত্ব সকাল ১১টায় ছোটবাজারস্থ দলীয় কার্যালয় কালোপতাকা মিছিলটি বের হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক আশরাফ উদ্দিন খান, সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের তালুকদার, আবদুল মান্নান তালুকদার, মজিবুর রহমান খান মোকাম্মেল হক রানা প্রমুখ।
নরসিংদী জেলা সংবাদদাতা জানান, মনোহরদী থানা বিএনপি গতকাল শনিবার বিকেলে শহরে কালো পতাকা মিছিল করেছে। মিছিলে নেতৃত্ব দেন থানা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক মেয়র ডা. আব্দুল খালেক, সাংগঠনিক সম্পাদক আব্দুল বাছেদ মোল্লা ভুট্টো।
নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার জানান, নারায়ণগঞ্জে গতকাল ২০ দলের ব্যানারে কালো পতাকা মিছিল হয়েছে। এতে বিএনপি, জামায়াত ও জমিয়তে উলামায়ে ইসলাম ছাড়া অন্য কোন দলের নেতারা উপস্থিত ছিলেন না। শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকাতে নারায়ণগঞ্জ জেলা বিএনপি কার্যালয়ে মিছিলপূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ও জেলা ২০ দলীয় জোটের আহ্বায়ক অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার। উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামী’র সাধারণ সম্পাদক মমিনুল হক, জমিয়তে উলামায়ে ইসলাম জেলা শাখার সদস্য সচিব মাওলানা
সাতক্ষীরা থেকে স্টাফ রিপোর্টার জানান, সাতক্ষীরা জেলা বিএনপির উদ্যোগে গতকাল বেলা ১১টায় কালো পতাকা মিছিল ও প্রতিবাদ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি শহরের মোজাহার পাম্পের সামনে থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নিউমার্কেটের সামনে যেয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক চেয়ারম্যান আব্দুল আলিম। পরে নিউমার্কেটের সামনে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক চেয়ারম্যান আব্দুল আলিম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক চেয়ারম্যান আব্দুল আলিম প্রমুখ।
বাগেরহাট জেলা সংবাদদাতা জানান, বাগেরহাট জেলা বিএনপিসহ ২০ দলীয় জোটের উদ্যোগে শহরে কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হয়। গতকাল সকালে কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসেবে এই মিছিল হয়। শহরের পুরাতন বাজার মোড় থেকে শুরু হয়ে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক সমাবেশ করে। বাগেরহাট জেলা বিএনপির সভাপতি এমএ সালামের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী রেজা বাবু, মোজাফ্ফর রহমান আলম, সমসের আলী মোহন প্রমুখ।
ফরিদপুর জেলা সংবাদদাতা জানান, ফরিদপুরে জেলা বিএনপির উদ্যোগে গতকাল বিকেলে কালো পতাকা মিছিল বের করা হয়। মিছিলটি ফরিদপুর প্রেসক্লাব থেকে শুরু হয়ে ফরিদপুর জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি আলহাজ জহিরুল হক শাহজাদা মিয়া, সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুলফিকার হোসেন জুয়েল।
মৌলভীবাজার জেলা সংবাদদাতা জানান, মৌলভীবাজারে কালো পতাকা মিছিল ও বিক্ষোভ-সমাবেশ করেছে জেলা বিএনপি।
গতকাল দুপুরে শহরের পৌরপার্ক এলাকা থেকে কালো পতাকা নিয়ে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে সাইফুর রহমান সড়কে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি নাসের রহমান, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এমএ মুকিত ও সদর থানা বিএনপি সভাপতি মৌলানা ওয়ালীসিদ্দিকী।
মানিকগঞ্জ জেলা সংবাদদাতা জানান, ফিলিস্তিনে ইসরাইলের হামলার প্রতিবাদে মানিকগঞ্জে কালো পতাকা মিছিল ও সমাবেশে করেছে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। গতকাল শনিবার বেলা ১২টায় জেলা বিএনপি কার্যালয় হতে মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে কোর্ট চত্বরের সামনে শহীদ রফিক সড়কে সমাবেশ করে।
সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট মোকছেদুর রহমান, এডভোকেট আজাদ হোসেন খান, আতাউর রহমান ভূইয়া ফরিদ, দৌলতপুর উপজেলা চেয়ারম্যান তোজাম্মেল হক তোজা প্রমুখ।
ফেরদাউসুর রহমান প্রমুখ।
নওগাঁ জেলা সংবাদদাতা জানান, নওগাঁয় গতকাল বিকালে কালো পতাকা হাতে মৌন মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। শহরের কেডির মোড় বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রিজের মোড়ে গিয়ে শেষ হয় এবং সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, সাবেক যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম টুকু, শহর বিএনপির আহ্বায়ক নাসির উদ্দিন আহমেদ, কেসি বদরুল আলম নয়ন চৌধুরী, আব্দুস শুকুর প্রমুখ বক্তব্য রাখেন।
জয়পুরহাট জেলা সংবাদদাতা জানান, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জয়পুরহাট ২০ দলীয় জোট। গতকাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জয়পুরহাট জেলা বিএনপির সভাপতি মোজাহার আলী প্রধানের নেতৃত্বে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্ত মঞ্চে এক প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ফজলুর রহমান, জামাত নেতা আতোয়ার রহমান, বিএনপি নেতা গোলজার হোসেন প্রমুখ।
বগুড়া অফিস জানায়, গতকাল বগুড়া শহরে কালো পতাকা মিছিল করেছে ২০ দলীয় জোট। দুপুর ১২টায় শহরের নবাববাড়ী সড়কস্থ জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি সাতমাথা ঘুরে আবারও সেখানে গিয়ে শেষ হয়। এর আগে জেলা বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম, জেলা জামায়াতের আমির অধ্যক্ষ শাহাবুদ্দিন, ইসলামী ঐক্যজোটের সভাপতি ইঞ্জিনিয়ার শামসুল হক, এলডিপি’র সভাপতি এডভোকের মোখলেছুর রহমান প্রমুখ।
দীর্ঘদিন পর বগুড়ায় ২০ দলের এই মিছিলে বিরোধি জোটের বিপুলসংখ্যক নেতাকর্মি অংশগ্রহণ করেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা জানান, বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের উদ্যোগে গতকাল ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। দুপুর প্রায় সাড়ে ১১টার দিকে শহরের জেলা পরিষদ মার্কেট এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে সমাবেশ করে। জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচির সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান এডঃ হারুন আল রশিদ, যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, সিরাজুল ইসলাম প্রমুখ।
জামালপুর থেকে জেলা সংবাদদাতা জানান, গতকাল দুপুরে কালো পতাকা মিছিল করেছে জামালপুর জেলা বিএনপি।
সরকারি জাহেদা সফির মহিলা কলেজ গেট থেকে মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে বকুলতলা চত্বরে গিয়ে শেষ হয়।
পরে এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুন, সহ-সভাপতি আমজাদ হোসেন ও বিএনপি নেতা রুহুল আমীন মিলন।
গাজীপুর জেলা সংবাদদাতা জানান, গাজীপুর জেলা বিএনপি কালো পতাকা মিছিল করেছে। গতকাল সকাল ১১টায় দলের জেলা বিএনপি কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নগরীর শিববাড়ি মোড়ে গিয়ে শেষ হয়। এর আগে মিছিলপূর্ব এক আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা হাসান উদ্দিন সরকার, জেলা বিএনপি সহ-সভাপতি আহমেদ আলী রুশদী, যুগ্ম সম্পাদক ডা. মাজহারুল আলম, বিএনপি নেতা কাজী মাহবুব-উল হক গোলাপ প্রমুখ।
No comments:
Post a Comment
Thank you very much.