এগুলো হলো বছরের তোলা শেষ ছবি। আমি আরো কিছু তুলতে চেয়েছিলাম। দিনটা ছিল খুবই অসাধারণ, আলো ছিল খুব সুন্দর, কিন্তু নানান ঝামেলায় তেমন বেরুতে পারিনি। কি আর করা, সন্ধার পরে বেরিয়েছিলাম। এমন একটা জায়গায় থাকি যেখানে নাইট ফটোগ্রাফির তেমন সুযোগ একটু কম। তার মধ্যে যা পেলাম, তাই দিয়ে সাজালাম এবারের ব্লগটা।
ছবিগুলোর আইডিয়া পেয়েছিলাম ইউটিউব এর একজনের কাছ থেকে। আমি যা করেছি তা হলো একটা সিডিতে বসে বসে পানির ফোটা দিয়েছি। পরে রুম একদম অন্ধকার করে ছবিগুলো তুলেছি নানান ধরনের/কালারের লাইট দিয়ে। লাইট সোর্সগুলো সিডির উপরে ধরে নারিয়েছি শুধু।
ক্রিস্টমাস শেষ হয়ে গেলেও লাইটিং গুলো রয়ে গিয়েছিল। তাই ভাবলাম মারি দুয়েকটা শট।
জীবনের প্রথম কাঁচা হাতের এইচডিআর এর চেষ্টা।
উৎসঃ ছায়ামানব ব্লগ


No comments:
Post a Comment
Thank you very much.