google-site-verification: googlefee13efd94de5649.html জিমেইলের ৯২ শতাংশ অ্যাপ বেদখল করা সম্ভব - তারুণ্যের কন্ঠস্বর

HeadLine

News Update :

Wednesday, August 27

জিমেইলের ৯২ শতাংশ অ্যাপ বেদখল করা সম্ভব

গুগলের বিনা মূল্যের ই-মেইল সেবা জিমেইলের অ্যাপ্লিকেশন (অ্যাপ) বেদখল বা হ্যাক করাটা সহজ বলে জানিয়েছেন গবেষকেরা। স্মার্টফোনের জন্য তৈরি জিমেইলের অ্যাপ বেদখল সহজ হওয়ার এমন তথ্য সম্প্রতি যুক্তরাষ্ট্রের একদল গবেষক জানিয়েছেন।



 এতে বলা হয়, স্মার্টফোনে চলা জিমেইলের অ্যাপ হ্যাক করার সফলতা প্রায় ৯২ শতাংশ! আর এ কাজটি সম্ভব হয় স্মার্টফোনের দুর্বল মেমোরির কারণে! শুধু জিমেইলই নয়, স্মার্টফোনে নামানো আরও একাধিক অ্যাপও হ্যাক করার কথা জানিয়েছেন গবেষকেরা। তবে সবচেয়ে কঠিন অ্যামাজনের অ্যাপ হ্যাক করা। এ অ্যাপ হ্যাক করার ক্ষেত্রে সফলতা ৪৮ শতাংশ। প্রাথমিকভাবে জিমেইলের অ্যাপটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম-চালিত ফোনে হ্যাক করে পরীক্ষা করা হয়েছে।তবে গবেষকেরা মনে করছেন, যে পদ্ধতিতে অ্যান্ড্রয়েডেই জিমেইলের অ্যাপটি হ্যাক করা সম্ভব হয়েছে, সে একই পদ্ধতিতে অন্যান্য অপারেটিং সিস্টেমে চলা জিমেইলের অ্যাপও হ্যাক করা সম্ভব। এই গবেষণাকে এক প্রকার স্বাগতই জানিয়েছে গুগল। প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র জানান, তৃতীয় কোনো পক্ষের গবেষক দ্বারা এমন হ্যাক করার ঘটনা ভবিষ্যতে অ্যান্ড্রয়েডকে আরও সুরক্ষিত করবে।


ইউনিভার্সিটি অব মিশিগান এবং ক্যালিফোর্নিয়ার সাইবার নিরাপত্তাবিষয়ক সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন গবেষক দলের সদস্যরা। জিমেইল ছাড়াও এইচ অ্যান্ড আর ব্লক, নিউইগ, ওয়েবএমডি, চেজ ব্যাংক, হোস্টেল ডট কম, আমাজন অ্যাপগুলোও হ্যাক করা সহজ বলেও জানা গেছে এ গবেষণায়। জিমেইলসহ এ অ্যাপগুলো নিরাপত্তাব্যবস্থা আরও জোরদারের বিষয়টি তুলে ধরতেই এমন গবেষণা বলে জানিয়েছেন গবেষক দলের সদস্যরা। এ গবেষক দলের সদস্য ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার সহকারী অধ্যাপক জিয়ুন কিয়ান বলেন, ‘অ্যাপগুলো হ্যাক হওয়ার আশঙ্কা কতটুকু, আমরা সেটি বের করতে পেরেছি, যা অ্যাপ নির্মাতাদের কতটা নিরাপত্তা বাড়াতে হবে সেটি বুঝতে সাহায্য করবে।Editor

 

No comments:

Post a Comment

Thank you very much.