google-site-verification: googlefee13efd94de5649.html অসুখ সারবে আপনা–আপনিই ! - তারুণ্যের কন্ঠস্বর

HeadLine

News Update :

Friday, September 26

অসুখ সারবে আপনা–আপনিই !

মার্ভেল কমিকস-এর জনপ্রিয় তিন চরিত্র উলভারিন, গোস্ট রাইডার ও ইনক্রেডিবল হাল্ক। এদের অভিন্ন বৈশিষ্ট্য: শরীরে কোনো ক্ষত হলে তা আপনা-আপনিই সেরে যায়। বাস্তবেও যদি মানুষ এ রকম সামর্থ্য অর্জন করে, কেমন হবে ? মার্কিন সামরিক বাহিনী এবার সেই উদ্যোগ নিচ্ছে। তারা ইলেকট্রিক্যাল প্রেসক্রিপশন বা ইলেক্টআরএক্স নামের একটি কর্মসূচি হাতে নিয়েছে, যার আওতায় একটি ক্ষুদ্র যন্ত্র তৈরির গবেষণা চলছে। এই যন্ত্র বৈদ্যুতিক প্রবাহের মাধ্যমে মানুষের শরীরে বিভিন্ন অঙ্গের ওপর লক্ষ্য রাখার ব্যবস্থা করবে। সংবেদনশীল এসব অঙ্গ-প্রত্যঙ্গের কোনো ক্ষতি বা ক্ষয় হলে তা সারিয়ে তুলতে সহায়তা করবে ।

মার্কিন প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডারপা আশা করছে, ইলেক্টআরএক্স কর্মসূচির মাধ্যমে অসুস্থতার চিকিৎসায় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের ওপর নির্ভরতা কমানো যাবে। সংস্থাটির জৈবপ্রযুক্তিবিষয়ক গবেষক এবং ইলেক্টআরএক্স কর্মসূচির ব্যবস্থাপক ডাগ ওয়েবার এক বিবৃতিতে বলেন, তাঁরা মৌলিক কোনো আঘাত বা অসুস্থতায় চিকিৎসকদের পরীক্ষা, পর্যবেক্ষণ ও রোগ সারানোর প্রক্রিয়ায় আমূল পরিবর্তন আনার চেষ্টা করছেন। ডারপা আশা করে, তাদের কাঙ্ক্ষিত যন্ত্রটি হবে ক্ষুদ্র কিন্তু কার্যক্ষমতায় পেসমেকারের (হৃদ্‌স্পন্দন সচল রাখার যন্ত্র) মতো ।



নতুন যন্ত্রটি মানুষের শরীরের মধ্যে স্থাপন করা হবে। এটি সব সময় মানুষের শারীরিক অবস্থার ওপর লক্ষ্য রাখবে এবং শরীরের সব অঙ্গ-প্রত্যঙ্গের সুস্থতা বজায় রাখতে যে স্নায়ু কাজ করে, সেখানে প্রয়োজনীয় উদ্দীপনা জোগাবে। ডারপা জানায়, গবেষকেরা শরীর সুস্থ ও ক্ষত সারানোর জন্য একটি প্রযুক্তি ব্যবস্থা কল্পনা করেছেন। এটির ভিত্তি হচ্ছে নিউরোমডুলেশন (একটি প্রক্রিয়া যার মাধ্যমে ​কয়েকটি স্নায়ু মস্তিষ্ক ও স্পাইনাল কর্ডের সঙ্গে শরীরের অপর সব স্নায়ুকে যুক্ত করে)। এটি   সমন্বিতভাবে শরীরের ভেতরে থাকা সব অঙ্গ-প্রত্যঙ্গের দিকে লক্ষ্য রাখে এবং কোনো সংক্রমণ ও রোগে প্রয়োজনীয় প্রতিক্রিয়া ঘটায়। কোনো মানুষ অসু্স্থ অথবা আহত হলে এই স্বাভাবিক প্রক্রিয়া মাঝেমধ্যে বন্ধ থাকে।



গবেষকেরা জানান, নিউরোমডুলেশন প্রক্রিয়া কাউকে সুস্থতা অনুভব করানোর পরিবর্তে শরীরের ব্যথা, প্রদাহ এবং দুর্বল রোগ প্রতিরোধ ব্যবস্থাকে আরও খারাপ করে তুলতে পারে। তবে ইলেক্টআরএক্স-এর পরিকল্পিত যন্ত্রের সঞ্চিত বিদ্যুৎশক্তির মাধ্যমে নিউরোমডুলেশন প্রক্রিয়াকে নিয়ন্ত্রণের রাখা যাবে বলে জানিয়েছে ডারপা। শরীরের ক্ষয়পূরণের জন্য প্রয়োজনীয় নির্দেশ পাঠায় যে স্নায়ু, তাকে উদ্দীপ্ত করবে ডারপার নতুন যন্ত্রটি। তবে অসুস্থ ব্যক্তির অবস্থা যাতে আরও খারাপ না হয়ে পড়ে, সেদিকেও নজর রাখবে এটি।



গবেষকেরা আশা করেন, পরিকল্পিত যন্ত্রটি এতটাই ছোট হবে যে সুইয়ের মাধ্যমে তা মানুষের শরীরে স্থাপন করা যাবে। কারণ, নিউরোমডুলেশন প্রক্রিয়াকে প্রভাবিত করতে বর্তমানে ব্যবহৃত কিছু যন্ত্র রয়েছে, যেগুলোর আকৃতি প্রায় এক বাক্স তাসের সমান। এগুলো শরীরে প্রতিস্থাপনে বড় ধরনের শল্যচিকিৎসার প্রয়োজন হয়। কিন্তু নতুন যন্ত্রটির গঠন ছোট হওয়ায় এটি সহজেই শরীরের প্রযোজনীয় স্থানে প্রতিস্থাপন করা যাবে। আর এতে বিদ্যুৎপ্রবাহ ব্যবহার করে স্নায়ু উদ্দীপ্ত করার পার্শ্বপ্রতিক্রিয়া হবে অনেক কম। নতুন যন্ত্রটি মানুষের হাড়ের জোড়ায় ব্যথা, সারা শরীরে প্রদাহ প্রভৃতি সারাবে। বর্তমান কর্মসূচি সফল হলে পরবর্তী সময়ে মস্তিষ্ক ও মানসিক রোগের চিকিৎসায় শরীরে প্রতিস্থাপনযোগ্য যন্ত্র ব্যবহারের গবেষণায় নতুন দিগন্ত উন্মোচিত হবে।



সূত্র: লাইভসায়েন্স।



 



ইলেক্টRx



ধারণা: স্নায়ুতন্ত্রের সুনির্দিষ্ট ও সুচিন্তিত সামঞ্জস্য বিধানের মাধ্যমে শারীরিক ও মানসিক স্বাস্থ্য পুনর্গঠনের নতুন চিকিৎসাপদ্ধতি



 স্নায়ুতন্ত্র



অঙ্গ-প্রত্যঙ্গ



সামঞ্জস্য করা



স্নায়ুর সংকেত



নিয়ন্ত্রণ



উদ্দীপনার মাধ্যমে চিকিৎসার পরামর্শ



শারীরিক স্বাস্থ্যের অবস্থা



শরীরে বিদ্যমান বিভিন্ন রোগজীবাণু, সংক্রমণ বা পরিবেশগত উপাদানের পরিমাণ



শিল্পীর কল্পনা



লক্ষ্য: নতুন ও নির্ভুল প্রযুক্তি তৈরি করা যা বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের কার্যক্রম নিয়ন্ত্রণের জন্য প্রান্তীয় স্নায়ু সংকেতগুলো পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করবে| 

No comments:

Post a Comment

Thank you very much.