google-site-verification: googlefee13efd94de5649.html জয়ের মাসিক বেতন এক কোঠি ষাট লাখ :লতিফ সিদ্দিকি - তারুণ্যের কন্ঠস্বর

HeadLine

News Update :

Wednesday, October 1

জয়ের মাসিক বেতন এক কোঠি ষাট লাখ :লতিফ সিদ্দিকি

নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস এর টাঙ্গাইল জেলার প্রবাসিদের আয়োজিত এক সভায়, আব্দুল লতিফ সিদ্দিকী ইসলাম ধর্মের হজ্ব এবং মহানবির অবমননা করেছেন, যা নিয়ে গত দুই দিন ধরে সব গণ মাধ্যম তোলপাড়। তিনি তীব্র ভাবে মুসলমানদের ধর্মীয় অনুভুতিতে আঘাত হেনেছেন। দেশের মানুষ তার শাস্তির দাবী করছে।




একই সভায়, তিনি শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়কেও অনেকটা উপহাস এবং অবজ্ঞা করে কথা বলেছেন।লতিফ সিদ্দিকী উপস্থিত সবার সামনে বলেছেন, সজীব ওয়াজেদ জয় আইটি বিষয়ক উপদেষ্টা হিসাবে মাসে ২ লাখ ডলার ($২০০,০০০) বা ১ কোটি ষাট লাখ (৳১,৬০,০০,০০০) টাকা বেতন হিসাবে বাংলাদেশ সরকার থেকে পেয়ে থাকে। এটা জয়ের মাসিক বেতন। লতিফ সিদ্দিকী নিজেই এই বেতন অনুমোদন এবং সাইন করেন। এই ছাড়া জয় কে নিয়ে তিনি আর গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছিলেন যাহা সংবাদ মাধ্যম গুলো প্রছার করেনি। এই নিয়ে ফেসবুক সহ ভিবিন্ন অনলাইনে সমালোচনার ঝড় উঠেছে।


হজ নিয়ে মন্তব্য করে তোপের মুখে থাকা বাংলাদেশের মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী বলেছেন, তিনি তার মন্তব্যে অনড়।
তবে শুধুমাত্র তার দলের নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিলেই তিনি তার সম্মানে মন্তব্য প্রত্যাহার করে নিতে পারেন। মেক্সিকো থেকে বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, একজন স্বাধীন ও আধুনিক মানুষ হিসেবেই তিনি হজ সম্পর্কে এই মন্তব্য করেছেন।
তিনি বলেন, চাপের মুখে তার পদত্যাগ করার কোনো প্রশ্নই আসে না। “আমি কিছুই করবো না। প্রধানমন্ত্রী যে নির্দেশ দেবেন আমি সেটা প্রতিপালন করবো।” বলেন তিনি।
তিনি বলেন, তার এই মন্তব্যকে ঘিরে বিভিন্ন দলের নেতারা যেসব কথাবার্তা বলছেন, তার অপসারণের যে দাবি উঠেছে, সেসব বিষয়ে তিনি জানেন। এবিষয়ে আওয়ামী লীগের কোনো নেতা বা প্রধানমন্ত্রীর সাথেও তার কথা হয়নি।
মি. সিদ্দিকী বলেন, “আমি শুধু আমার বিশ্বাসের কথা বলেছি। এতে কারো কারো আঘাত লাগতে পারে। এবং তারাও আমাকে আঘাত করে মতামত প্রকাশ করছে।”

যুক্তরাষ্ট্রে বাংলাদেশীদের একটি অনুষ্ঠানে তিনি কি বলেছেন, তার একটি অডিও বাজিয়ে শোনাতে চাইলে তিনি বলেন, এটা তাকে শোনানোর প্রয়োজন নেই। কারণ তিনি কি বলেছেন সেটা তিনি জানেন। এবং তার দায়িত্ব তিনি নিচ্ছেন।
তিনি বলেন, “যা রেকর্ড করা আছে। সেটা ঠিকই আছে। আমি ওই কথার ১০০ ভাগ দায়িত্ব নিচ্ছি।”

তিনি বলেন, “অনুতাপ করার কিছু নেই। প্রধানমন্ত্রী রাষ্ট্র পরিচালনায় তাকে কিছু দায়িত্ব দিয়েছেন। তিনি যেটা ভালো মনে করবেন সেটা তিনি করবেন। আমি যদি তার বোঝা হয়ে যাই তাহলে তার বোঝা রাখবেন কেনো?”
মি. সিদ্দিকী বলেন, তিনি বাংলাদেশে বসে এই মন্তব্য করেন নি। “আমি ভাবছিলাম মুক্ত পৃথিবীতে আসছি, যেখানে সবাই মুক্ত বিহঙ্গ, কোনো কিছুতেই বাধা নাই। এখানে যে কালো বিড়াল এতো রয়ে গেছে তাতো আমি জানি না।”


No comments:

Post a Comment

Thank you very much.