google-site-verification: googlefee13efd94de5649.html চাঁদের বুকে হাঁটছে এলিয়েন? এবার গুগল আর্থে মিলল আরও স্পষ্ট প্রমাণ - তারুণ্যের কন্ঠস্বর

HeadLine

News Update :

Friday, October 31

চাঁদের বুকে হাঁটছে এলিয়েন? এবার গুগল আর্থে মিলল আরও স্পষ্ট প্রমাণ

এলিয়েনের খোঁজে সৌরজগতের বাইরেও দৃষ্টি দেওয়া শুরু হয়েছে অনেক আগেই। কিন্তু সৌরজগতের ভেতরেই, এমনকি আমাদের খুব কাছের চাঁদেই যদি পাওয়া যায় এলিয়েনের দেখা? চাঁদে হাঁটছে মানুষ- ক দিন আগে এমনই এক ভিডিও দেখে আলোড়ন পড়ে যায়। অস্ট্রেলিয়ার চ্যানেল নাইনে প্রচারিত হবার পর রীতিমত উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। Wowforreal নামক আইডি ধারী এক ব্যক্তি ইউটিউবে ভিডিওটি আপলোড করেন। গুগল আর্থ ও নাসার লুনারের ছবি মিলিয়ে তৈরি করা হয়েছিল ভিডিওটি। এতে দেখা যায় চাঁদের বুকে কোনও মানুষ বা এলিয়েনের হাঁটার ছবি!




এবার সেই একই ধরনের ছবি আবার দেখা মিলল গুগল আর্থে। গুগল আর্থের ছবিতে দেখা যায় আগের ছবিগুলোর মতই চাঁদে এক মানুষ বা এলিয়েনের ছায়া পড়েছে। ছবিটি দেখে মনে হচ্ছে, চাঁদে হেঁটে চলেছে একজন মানুষ। তার ছায়া পড়েছে চাঁদের মাটিতে। তবে এবারের ছায়াটা আগের চেয়েও বেশি স্পষ্ট।

গত সপ্তাহে চাঁদে মানুষের ছায়া পড়ার যে ভিডিও ও ছবিটি প্রকাশিত হয়েছিল সেই ছায়া দেখে অনেকে অনুমান করেছিলেন কোনও যন্ত্রাংশের ছায়া হতে পারে। কিন্তু নতুন ছবিতে ছায়াটা কিন্তু মানব শরীরের ছায়ার আরও স্পষ্ট ইঙ্গিত দিল। ইউটিউব পোস্ট করা ওই ছবির ভিডিও যারা দেখেছেন তাদের অনেকেই মনে করছেন, ওই ছবিতে চাঁদের মাটিতে মানুষের শরীরের অবয়ব ফুটে উঠেছে।

অবশ্য নাসার দাবী ভিন্ন। দুদিন আগেই নাসা বলেছে ছবিটি কোন প্রাণীর নয়। ছবিতে যা দেখা যাচ্ছে তা হয় চাঁদের ‘ধুলো’ অথবা ফিল্মের নেগেটিভে কোনো আঁচড়ের দাগ। নাসার আরও দাবী এই যে, ছবিটি হয়তো ১৯৭১ এর চন্দ্রাভিযানের সময় অ্যাপোলো ১৫ বা অ্যাপোলো ১৭ থেকে তোলা। যেহেতু সে সময় ডিজিটাল ফিল্ম ছিল না, তাই ফিল্মে কোনো আঁচড়ের দাগ পড়ে এরকম হতেই পারে। আর সেই আঁচড়ের কারণেই নাকি একে দেখাচ্ছে মানুষের মত! যদিও চাঁদের ধুলো থিওরি সত্য নাকি নেগেটিভে আঁচড়ের দাগ, সেটাও নিশ্চিত করেনি তাঁরা!

তবে গুগল আর্থের ছবিগুলো দেখার পর নাসার এই দাবীকে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা বলেই মনে করছেন সবাই।

নাসা যতই এলিয়েনদের প্রসঙ্গ এড়িয়ে যাক কিংবা এলিয়েনের প্রসঙ্গে মুখ বন্ধ রাখুক, নাসার তোলার ছবিই কিন্তু বারবার তৈরি করে বিতর্ক। যেন চিৎকার করে জানান দেয় ভিনগ্রহবাসী প্রাণীদের উপস্থিতি। এবং হ্যাঁ, দূরে কোথাও নয়। বরং আমাদের কাছে, খুব কাছে। এই যেমন ধরুন চাঁদে! হ্যাঁ, একটি ছবি নিয়ে সম্প্রতি শুরু হয়েছে তুমুল হৈচৈ। যুক্তরাষ্ট্রের এই মহাকাশ গবেষণা সংস্থার একটি মহাকাশযানের ক্যামেরায় ধরা পড়েছে চাঁদের বুকে মানুষ সদৃশ অবয়ব ও তাঁর ছায়া! অন্তত কিছু গবেষক সেটাই বলছেন!

এই সংক্রান্ত একটি ভিডিও প্রায় একমাস আগে আপলোড করা হয় ইউটিউবে। বলাই বাহুল্য যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় শুরু হয়েছে তুমুল তর্ক বিতর্ক। একমাসেরও কম সময়ে প্রায় বিশ লাখেরও বেশি দেখা হয়ে গেছে ভিডিওটি। এলিয়েনদের প্রমাণ নিয়ে অসংখ্য ভিডিও ইউটিউব খুঁজলে পাওয়া যাবে। কিন্তু কী আছে এই ভিডিওতে যে এতবার দেখা হলো আর আলোচনা চলছেই? আসুন, দেখে নেই ভিডিওটি।

চাঁদের বুকে হাঁটছে এলিয়েন









Wowforreal নামক আইডি ধারী এক ব্যক্তি ইউটিউবে ভিডিওটি আপলোড করেন। ভিডিওতে স্পষ্ট দেখা যায় মানুষের (নাকি এলিয়েনের) মত দেহ অবয়ব ঠিক চাঁদের বুকেই! হঠাৎ করে দেখলে মনে হতে পারে একজন রোগা মানুষ হেঁটে যাচ্ছেন। গুগলের মুন সিরিজের জন্য নেওয়া নিজেদের এ ছবির ব্যাপারে অবশ্য এখনও কোনো মন্তব্য করেনি নাসা। তাঁরা বিষয়টি নিয়ে বরাবরের মত মুখে কুলুপ এটেই আছে। তবে ভিডিওটি যে বানোয়াট নয়, সেটার প্রমাণ মিলবে গুগল মুনে গেলেই। যে কেউ গুগল মুনে গেলে (27°34’26.35″N 19°36’4.75″W) দেখতে পারবেন এই ইমেজ। উল্লেখ্য যে গুগল মুন হচ্ছে গুগল আর্থের মতই আরেকটি বিশেষ সেবা, যেখানে আপনি দেখতে পারবেন স্যাটেলাইট থেকে পাওয়া চাঁদের অসংখ্য ছবি। অর্থাৎ সহস্র ছবি পর্যবেক্ষণের পর পাওয়া Wowforreal এই দাবী একেবারেই উড়িয়ে দেয়া যাচ্ছে না।



উল্লেখ্য যে, জানুয়ারিতে এই একই ব্যক্তি Wowforreal গুগল মুনের ছবির ভিড়ে আরেকটি বিতর্কিত ছবি খুঁজে বের করেন। যেখানে চাঁদের বুকে দেখা যায় একটি স্পেস শিপ সদৃশ বস্তু। স্পষ্ট দেখা যায় এমন একটি ইমেজ, যেটা হতে পারে একটি এলিয়েন স্পেস শিপ কিংবা স্পেস স্টেশন। এবং বলাই বাহুল্য যে এটা নিয়েই বরাবরের মত মুখে কুলুপ এঁটে ছিল তখন নাসা।

No comments:

Post a Comment

Thank you very much.