আমার ভালোবাসার বাংলাদেশ! গত ছয় সপ্তাহ বাংলাদেশে অবস্থান ছিল আমার জীবনের সবচেয়ে রোমাঞ্চকর সময়, বদলে দেওয়া আশ্চর্য অভিজ্ঞতা। আমার শৈশবের আরাধ্য স্বপ্ন ছিল বদলে দেওয়ার প্রত্যয় নিয়ে পুরো পৃথিবী ভ্রমণ। গত ১৬ সেপ্টেম্বর সন্ধ্যা ছয়টায় আমার এই স্বপ্নপূরণ হয়। আমি ওয়ান মিলিয়ন অর্থাৎ ১০ লাখ মানুষের কাছে পৌঁছাতে পেরেছি। ২৬টি দেশ ঘুরে, ৮৬৭টি আন্তর্জাতিক অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে আমার ‘ইন্সপায়ার ওয়ান মিলিয়ন’ কর্মসূচি বাস্তবায়িত হলো। আমার জন্য এই অভিজ্ঞতা ছিল আনন্দের ও সৌভাগ্যের।
আমার শৈশবের স্বপ্নপূরণের জন্য গত সাড়ে তিন বছর আমি একা ছিলাম না। সারা বিশ্বের ১০ লক্ষাধিক মানুষ যাঁরা এই কর্মসূচিতে অংশ নিয়েছেন, তাঁদের প্রত্যেকের কাছে আমি চিরকৃতজ্ঞ। আপনাদের জন্যই আমার স্বপ্নপূরণ হয়েছে। আপনাদের সহযোগিতায় আমার মনের গভীরের প্রশ্নের উত্তরের সন্ধান পেয়েছি। আমি এখন জানি, অন্তত ১০ লাখ মানুষ হলেও এখন আমাকে মনে রাখবে। আমার কথা শুনে তাঁদের মধ্যে কেউ কেউ জীবন বদলে ফেলবেন, সেটাই হবে আমার পরম আনন্দ।
আমি কৃতজ্ঞচিত্তে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সম্মানিত আয়োজক, সংগঠক, সমর্থক ও পৃষ্ঠপোষকদের ধন্যবাদ জানাই। তাঁদের সহযোগিতা ছাড়া ‘ইন্সপায়ার ওয়ান মিলিয়ন’ কর্মসূচি বাস্তবায়ন করা সম্ভব হতো না।
এই যাত্রায় আমার যে অভিজ্ঞতা লাভ হয়েছে তা আমার জন্য অনন্য এক শিক্ষা। এ পথেই আমি প্রকৃত সুখের সন্ধান পেয়েছি। আমি এই পৃথিবীতে পথচলা থামাব না, গর্বের সঙ্গে সামনে এগিয়ে যাব। এটা নিশ্চয়ই বেশ আনন্দের, যখন আপনি একটু হলেও পৃথিবীকে ভালো কোনো অবস্থানে রাখার চেষ্টা করবেন। আমি যে অবস্থায় শুরু করেছিলাম, সেই অবস্থা এখন একটু হলেও বদলিয়েছে। আমি এতে ভীষণ আনন্দিত।
‘ইন্সপায়ার ওয়ান মিলিয়ন’ কর্মসূচির ২৬তম এবং সর্বশেষ দেশ হচ্ছে বাংলাদেশ। এখানে এই কর্মসূচি দুইবার আয়োজন করা হয়। বাংলাদেশে এ কর্মসূচি সফল আয়োজনের জন্য আমি রোটারি ক্লাব অব ঢাকা র্যাডিয়েন্টের মূল্যবান সময় ও সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আর ১০ লাখ মানুষের কাছে পৌঁছানোর লক্ষ্যের সর্বশেষ বড় অনুষ্ঠান আয়োজনের জন্য প্রথম আলোকে ধন্যবাদ।
২২ আগস্ট থেকে আমার বাংলাদেশে যাত্রা শুরু হয়। আমি অনেকগুলো জেলায় গিয়েছিলাম। ঢাকা, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, রংপুর, বগুড়া, নাটোর, রাজশাহী, কুমিল্লা ও খুলনা শহরে আমি গিয়েছিলাম। ৩৫টি অনুষ্ঠানে আমি কথা বলি, সারা দেশের ২৫ হাজারের বেশি মানুষের সামনে কথা বলি। যাঁদের নিয়েই আমার ১০ লাখ মানুষের সঙ্গে কথা বলার লক্ষ্য পূরণ হয়।
আমি সবাইকে বলতে চাই, স্বপ্ন সব সময়ই স্বপ্নই থাকবে; যতক্ষণ না আমরা তার জন্য কাজ করব। আমার স্বপ্ন ছিল ১ মিলিয়ন বা ১০ লাখ মানুষকে উৎসাহ দেওয়ার জন্য সারা বিশ্ব ভ্রমণ করা। এটা একমাত্র সম্ভব হয়েছে যখন আমি কথা বলা শুরু করলাম, মানুষের সঙ্গে মিশতে শুরু করলাম। সেই সব মানুষকে আমার লক্ষ্য আর আগ্রহের গল্প শোনাতে লাগলাম।
বাংলাদেশে ‘ইন্সপায়ার ওয়ান মিলিয়ন’ কর্মসূচি আয়োজনের জন্য আমি অসংখ্য বার প্রত্যাখ্যাত হই। কিন্তু এর পরেও আমার মাতৃভূমিতে এই কর্মসূচি আয়োজন করা সম্ভব হয়। পৃথিবীতে কিছু একটা করার আগ্রহ নিয়ে কোনো কিছুর লক্ষ্যে অটল থাকার ধৈর্য রাখতেই হবে আমাদের।
২৯ সেপ্টেম্বর বাংলাদেশের কর্মসূচি শেষ করে আমি লন্ডনে ফিরে এসেছি। কিন্তু এই চলে আসা বাংলাদেশের সঙ্গে আমার যোগাযোগ ও ভালোবাসা ছিন্ন হবে না। আমার ইচ্ছা, আমি খুব তাড়াতাড়ি আবার বাংলাদেশে আসব।
আপনাদের সবাইকে সব সময়ের জন্য আমি মনে রাখব। সবার জন্য ভালোবাসা।


No comments:
Post a Comment
Thank you very much.