google-site-verification: googlefee13efd94de5649.html টেস্ট ও ওয়ানডেতে আলাদা অধিনায়ক - তারুণ্যের কন্ঠস্বর

HeadLine

News Update :

Friday, October 3

টেস্ট ও ওয়ানডেতে আলাদা অধিনায়ক

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) কয়েকদিন ধরেই শোনা যাচ্ছে, সংক্ষিপ্ত ফরম্যাটের অধিনায়ক হচ্ছেন মাশরাফি মুর্তজা। কিন্তু তিনি যেভাবে প্রায়শই ইনজুরিতে পড়েন তাতে কিভাবে তার ওপর অধিনায়কের দায়িত্ব দিয়ে স্বস্তিতে থাকবে বিসিবি, এটাও সাবেকদের আলোচনায় ছিল। বিসিবি সভাপতি নাজমুল হাসানও কাল শিকার করলেন মাশরাফির ইনজুরি সমস্যা রয়েছে। তা সত্ত্বেও সংক্ষিপ্ত ফরম্যাটে তাকেই অধিনায়ক করার সিদ্ধান্ত প্রায় পাকা। মঙ্গলবার ওয়ানডে ও টেস্ট ক্রিকেটের জন্য আলাদা অধিনায়ক করার সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি। জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজ থেকে প্রাথমিকভাবে সংক্ষিপ্ত ফরম্যাট ও টেস্টের জন্য আলাদা অধিনায়ক করা হবে। এরপর আগামী বছর অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ওয়ানডে বিশ্বকাপের আগে দীর্ঘ মেয়াদের জন্য সিদ্ধান্ত নেবে বিসিবি।




এদিকে কাল ‘নতুন ইনিংস’ শুরু করেছেন মুশফিকুর রহিম। জান্নাতুল কিফায়াত মন্ডির সঙ্গে এদিন বিয়ে হয়েছে মুশফিকের। একই দিনে শুনতে হয়েছে তাকে, জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজেই সংক্ষিপ্ত ফরম্যাটের অধিনায়কত্ব হারাচ্ছেন তিনি। এশিয়ান গেমসে অংশ নিতে আজ রাতে ঢাকা ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। কাল সর্বশেষ সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফিকেও এ বিষয় নিয়ে প্রশ্নের জবাব দিতে হয়েছে।


মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট দলের ফটোসেশনের পর বিসিবি সভাপতি বলেন, ‘এশিয়ান গেমসে মুশফিকুর রহিম যাচ্ছে না। তাই একজনকে অধিনায়ক করতেই হতো। তবে আমরা টেস্ট ও ওয়ানডেতে আলাদা অধিনায়ক করার চেষ্টা করছি। মঙ্গলবার বোর্ড সভায় এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। সভায় ওয়েস্ট ইন্ডিজে বাজে পারফরম্যান্স নিয়ে আলোচনা হবে। আমরা অধিনায়কের ব্যাপারটাও ফাইনাল করব।’
তাহলে মাশরাফিই কি সংক্ষিপ্ত ফরম্যাটের অধিনায়ক হচ্ছেন? এমন প্রশ্নের জবাবে নাজমুল হাসান বলেন, ‘মাশরাফি ছাড়া অধিনায়ক হওয়ার মতো আরও কয়েকজন রয়েছে। সাকিব রয়েছে। তামিম রয়েছে। যখন আলাদা অধিনায়ক করা হচ্ছে তখন একটা ওর (মাশরাফি) ওপর ছেড়ে দিতে হবে।’ তিনি বলেন, ‘জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে আমরা দেখব। এরপর ওয়ানডে বিশ্বকাপের আগে চূড়ান্ত সিদ্ধান্ত নেব। এছাড়া মাঠের পারফরম্যান্সও দেখতে হবে। সাকিব দলে ফিরেছে। কেমন করে দেখতে হবে। এছাড়া মাশরাফির ইনজুরি একটা বড় সমস্যা। সবকিছু বিবেচনায় এনে দীর্ঘমেয়াদি সিদ্ধান্ত নিতে হবে।’
এর আগে সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘যেহেতু দায়িত্ব দেয়া হয়েছে, অবশ্যই সর্বোচ্চ দেয়ার চেষ্টা করব। সেই সঙ্গে পুরো দলটা যেন পারফর্ম করে সেটা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ।’ বোর্ড পরিকল্পনা করছে তিন ফরম্যাটের জন্য আলাদা অধিনায়ক করার। তারই ফলে আপনি কি অধিনায়ক হয়েছেন? মাশারাফির উত্তর, ‘এটা বোর্ডের কাছ থেকে শুনলেই ভালো হয়। অন্যের ব্যাপারে আমার কাছে কোনো খবর নেই।’ আপনি প্রস্তুত? মাশরাফি বলেন, ‘এটা নিয়ে আমি এখনও ভাবিনি। প্রত্যেকটা সিরিজেই লক্ষ্য থাকে ভালো খেলার, এশিয়াডে যাচ্ছি একই লক্ষ্য নিয়ে। বাড়তি দায়িত্ব দেয়া হয়েছে। আমার সঙ্গে পরবর্তী সময়ে অধিনায়ক করার ব্যাপারে কোনো আলোচনা হয়নি। এখন এ ব্যাপারে কথা না বলাটাই ভালো।’ তিনি বলেন, ‘অধিনায়কত্ব করেই আসছি। এটা নিয়ে এখন ভাবছি না। তাই উত্তরটা আমি দিতে পারছি না। একটা দায়িত্ব দেয়া হয়েছে। এটা নিয়ে খুব ব্যস্ত থাকতে হবে। আসার পর যদি কেউ কিছু বলেন তারপর চিন্তা করা যাবে।’


No comments:

Post a Comment

Thank you very much.