কিন্তু হাসিনার প্যারেন্ট কান্ট্রি ভারত বলে ভিন্ন কথা! বাংলাদেশের জন্ম নিয়ে তাদের ডিফেন্স মিনিষ্ট্রির ৮০২ পাতার ইতিহাস লেখা আছে। পুরোটাই এখানে দেয়া আছে। ওখানে ৯৩ পৃষ্ঠায় বলা হয়েছে, “মেজর জিয়া ২৬ তারিখে স্বাধীনতার ঘোষণা দিয়াছেন।”
ভারতের ডিফেন্স মিনিষ্ট্রির ৮০২ পাতার ইতিহাসের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস প্রসঙ্গ দেখতে এখানে ক্লিক করুন ।।
কেবল তাই নয় জিয়া ”বাংলাদেশের অস্থায়ী প্রেসিডেন্টের (Temporary Head of Republic)” দায়িত্বও গ্রহন করেছেন।

..........হাসিনা এখন কি বলবে? ভারতও বিএনপি করত! নাকি রাজাকার?
কিন্তু যেদিনগুলোর কথা হাসিনা বলছে, তখন সে খেতো ইয়াহিয়ার দেয়া ১৫০০ রূপি ভাতার অংশ। এখন অবৈধ ঘুসের টাকা আর ক্ষমতার গরমে উল্টা সিধা আওয়াজ ছাড়ছে। ধিক!
সূত্রঃ ভারতের ডিফেন্স মিনিষ্ট্রির ৮০২ পাতার ইতিহাসের ৯৩ পৃষ্ঠা ¶ß কালপুরুষ


No comments:
Post a Comment
Thank you very much.