google-site-verification: googlefee13efd94de5649.html ” আমরা বাংলাদেশি ” - তারুণ্যের কন্ঠস্বর

HeadLine

News Update :

Thursday, November 20

” আমরা বাংলাদেশি ”

যুগে যুগে এই বাংলা মাটি জন্ম দিয়েছে অনেক রথী-মহারথী কৃতী সন্তানের । তেমনি রথী-মহারথী কৃতী সন্তানেরাও এই বাংলাকে করে গেছেন আলোকিত ও স্বাধীন । এই বাংলা মায়ের জন্য উনারা নিজের জীবন অকাতারে বিলিয়ে দিতেও পিছপা হননি । এই বাংলা ও বাংলার আলোকিত সন্তানেরা আমাদের গর্ব । বিশ্ব চরাচরে তাই আমরা আজ সগর্বে বুক ফুলিয়ে, গলা ছেড়ে বলতে পারি ” আমরা বাংলাদেশি “  । আমাদেরও আছে স্বতন্ত্র জাতিস্বত্বার পরিচয় । আলোর দিশারীদের দেখানো পথে আমরাও কাঁধে তুলে নিয়েছি এই বাংলা মা’কে । বুকে লালন ও ধারন করতে শিখেছি , একটাই বাণী – ” প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ “।।

No comments:

Post a Comment

Thank you very much.