google-site-verification: googlefee13efd94de5649.html ‘লিখিত পরীক্ষায় ভালো করো, তারপরে আমরা দেখব’ - তারুণ্যের কন্ঠস্বর

HeadLine

News Update :

Thursday, November 13

‘লিখিত পরীক্ষায় ভালো করো, তারপরে আমরা দেখব’

ছাত্রলীগের নেতা-কর্মীদের চাকরির লিখিত পরীক্ষা ‘ভালো করে’ দেওয়ার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন, ‘তারপরে আমরা দেখব।’ আজ বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এইচ টি ইমাম এ কথা বলেন। জেলহত্যা দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ এই সভার আয়োজন করে।




প্রধান অতিথির বক্তব্যে এইচ টি ইমাম ছাত্রলীগের ‘শৃঙ্খলার’ ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, ‘তোমাদের জন্য আমি গর্ববোধ করছি। ছাত্রলীগ সহযোগী প্রতিষ্ঠান বলে নয়...এই সংগঠন থেকে যারা উঠে এসেছে তাদের প্রতিষ্ঠিত করা দরকার।’ 
এইচ টি ইমাম বলেন, ‘আর তোমাদের মধ্য থেকে যারা প্রতিষ্ঠিত হতে চাও, আমি প্রয়োজনে কোচিং ক্লাস নিতে রাজি আছি, তোমাদের লিখিত পরীক্ষায় ভালো করতে হবে। তারপরে আমরা দেখব।’

ছাত্রলীগ নেতা-কর্মীদের উদ্দেশে এইচ টি ইমাম আরও বলেন, ‘তোমরা অত্যন্ত মেধাবী, মেধাবীরাই রাজনীতি করে, রাজনীতিতে আসে। নেতৃত্ব তাঁরাই দেয়। তারপরও লিখিত পরীক্ষায় কিছুটা ভালো করতেই হবে। তোমরা পড়াশোনা করো। ভালোভাবে পরীক্ষা দাও।’

প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, যারা চাকরির বাইরে অন্য কিছু করতে করতে চায় বা যাদের চাকরির বয়স নেই, তাদের জন্য কর্মসংস্থান ব্যাংকসহ আরও ব্যবস্থা রয়েছে।

প্রধানমন্ত্রীর সাবেক এই সংস্থাপন সচিব বলেন, ‘তোমরা কি মনে কর নেত্রীর (শেখ হাসিনার) চেয়ে তোমাদের জন্য কারও বেশি দরদ আছে? নেত্রীর সঙ্গে কথা হলে তিনি সব সময় বলেন, কীভাবে আমাদের ছেলেদের জন্য ব্যবস্থা করা যায়।’

গত নির্বাচনের সময় পুলিশ প্রশাসনের সহযোগিতার কথা উল্লেখ করে এইচ টি ইমাম বলেন, ‘আমি নিজে অনেক উপজেলায় গিয়েছি। সেখানে আমাদের যারা ছিল তাদের সঙ্গে কথা বলে নির্বাচন করেছি। তারা আমাদের পাশে আছে। তারা বুক পেতে দিয়েছে। জামায়াত-শিবিরের হামলায় পুলিশের ১৯ জন প্রাণ দিয়েছে। কী নির্মমভাবে হত্যা করা হয়েছে তাদের।’
ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এইচ এম বদিউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পা­দক এ বি তাজুল ইসলাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মমতাজ উদ্দিন পাটোয়ারী প্রমুখ।

No comments:

Post a Comment

Thank you very much.