এই কেমন দেশে বসবাস করি আমরা???
আজ নিজে একটি নতুন অভিজ্ঞাতা অর্জন করলাম।
আজ আমাকে ৩০ মিনিট পুলিশের জেরার সম্মুখীন হতে হয়।
কোচিং শেষ করে বাসায় ফিরছিলাম। হঠ্যাত কাপাশিয়া নামক স্থানে এক পুলিশ দাড়করায়। এর পরে বিভিন্ন রকমের প্রশ্ন শুরু করে।
কোথা থেকে আসছিস,কি করিস,কোন দল করিস কিনা? বাসা কোথাই, বাবা কি করেন, তিনি কোন দল করেন কি না, তার পেশা কি প্রভৃতি নানান প্রশ্ন।
পরে College card , PRESS card এগুলো দেখিয়ে ছাড়া পায়।
এভাবে দীর্ঘ ৩০ মিনিট পর যখন আমাকে ছাড়ে তখন আমাকে আটকানোর কারন টা স্পস্ট ভাবে বুঝতে পারি। আমাকে থামানোর কারন আমার মুখে #দাড়ি এবং টাকনুর অপর প্যান্ট ছিলো তাই।
আমাকে যখন ছেড়ে দেয় তখন ঔ পুলিশ অফিসার বলছিলো যে, “” এত ছোট বয়সে দাড়ি রাখতে হবে না। বাসায় গিয়ে দাড়িগুলা কেটে ফেলো। তানাহলে পরে আবার সমস্যা হতে পারে। “”
বর্তমান রাজাকারদেরও কি এই একটাই অপরাধ যে তারা দাড়ি রাখে, পাঁচ ওয়াক্ত নামায আদায় করে, মানুষকে ইসলামের পথে আল্লাহর মননীত পথে ডাকে…….
এমন কাজের জন্যে যদি রাজাকার হতে হয় তাহলে আমি আহসানহাবীবআসিফ রাজাকার হয়ে হাজার বছরের জেল ও দশ দিনের ফাঁসিও নিতে প্রস্তুত।
কিউরিয়াস মাইন্ড টু নো, সোনার দেশের সোনার মানুষেরা কি নবীর সকল আদব কায়দা ভাতের লগে মাখাইয়া খাইয়ালোইছে নাকিরে?????? আহসান_হাবীব
Sunday, November 2
বাসায় গিয়ে দাড়িগুলা কেটে ফেলো, তানাহলে পরে আবার সমস্যা হতে পারে’- পুলিশ
Tags
# আভ্যন্তরীণ খবর
About তারুণ্যের কণ্ঠস্বর
নব্বইয়ের আন্দোলনে আমরা যে গণতন্ত্র পেয়েছিলাম, তা ছিল শিশু। সেটার যত্ন যেভাবে নেয়া উচিৎ ছিল তার ধারে কাছেও কেউ যেতে পারে নাই। তাই গণতন্ত্র আজ বিকলাঙ্গ হয়ে পড়েছে। খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে আমাদের গণতন্ত্র। তবে সময় ফুরিয়ে যায়নি। এখনো যদি আমরা সজাগ হই, যদি আমাদের মধ্যে দেশপ্রেমকে গুরুত্ব দেই, তবে এই বিকলাঙ্গ গণতন্ত্রই আবার সোজা হয়ে পথ চলতে পারবে। তবে কথা হচ্ছে, যারা এটা করতে পারবে তারাই আজ ভিন্ন পথে পরিচালিত হচ্ছে। তাদের শুভ বুদ্ধির উদয় হোক এই কামনা করি।
আভ্যন্তরীণ খবর
Tags
আভ্যন্তরীণ খবর
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
Thank you very much.