দেখতে দেখতে চলেই আসল আইসিসি ওয়ার্ল্ড কাপ ২০১৫।
আজ নিয়ে এলাম আইসিসি প্রকাশিত এবারের টপ ১৪ জন আইকন ক্রিকেটারের অসাধারন ডিজাইনের অফিসিয়াল পোস্টার। এবারের ক্রিকেট বিশ্বকাপে অংশ নেয়া ১৪ টি দলের মধ্য থেকে প্রতি দলের একজন করে ক্রিকেটারকে আইকন প্লেয়ার হিসেবে ধরা হয়েছে। পোস্টারগুলো ডিজাইন করেছেন Sameer Kulavoor।














ICC Cricket World Cup 2015 Top Icon Players YouTube Video Link
আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ২০১৫ -এর এই ১৪ জন আইকন ক্রিকেটারের পোস্টার সম্বলিত একটি ভিডিও বানিয়েছেন আমাদের মারুফ ভাই । আশা করি দেখবেন এবং মতামত জানাবেন।
Live your Life, Live your Dream.


No comments:
Post a Comment
Thank you very much.