google-site-verification: googlefee13efd94de5649.html অন্ধকার হয়ে আসছে সূর্য ! - তারুণ্যের কন্ঠস্বর

HeadLine

News Update :

Thursday, March 19

অন্ধকার হয়ে আসছে সূর্য !

ঔজ্জ্বল্য কমে আসছে সূর্যের। কালো দাগ দেখা যাচ্ছে সূর্যের গায়ে।
হ্যাঁ, এমনটাই জানিয়েছেন নাসার বিজ্ঞানীরা।
তারা জানান, সূর্যের মধ্যে একটি বড় গর্ত তৈরি হয়েছে। নতুন বছর শুরু হওয়ার পর থেকেই এই অদ্ভুত বিষয়টি নজরে আসে তাদের। এই গর্তের নাম দেয়া হয়েছে 'করোনাল হোল'।
চলতি বছরের ১ জানুয়ারি প্রথম একটি ছবি পাওয়া যায়। যেখানে করোনাল হোলটি দেখা যাচ্ছে।
বিজ্ঞানীরা জানান, সূর্যের যে অংশ থেকে কিছু কণা বেরিয়ে যায়, সেখানে এই গর্ত তৈরি হয়। এই অংশটি অপেক্ষাকৃত অন্ধকার হয়।
এই ধরনের গর্ত সূর্যের স্বাভাবিক বৈশিষ্ট্য বলে মনে করছেন বিজ্ঞানীরা। তারা জানান, এটা বিভিন্ন সময়ে সূর্যের বিভিন্ন জায়গায় দেখা যায়।
সূত্র : ইন্টারনেট

No comments:

Post a Comment

Thank you very much.