ফটোশপে বাংলা লিখতে অনেকেরই সমস্যা হয়, বিশেষ করে আমরা যারা অভ্র ব্যবহার করে থাকি। যারা বিজয় ব্যবহার করেন তাদের এই সমস্যায় পড়তে হয় না। মূলত তাদের ( অভ্র ব্যবহারকারীদের ) জন্যই আজকের এই প্রচেষ্টা। কাজটি করতে নিচের স্টেপ গুলো ফলো করুন।
- প্রথমেই অভ্র ও ফটোশপ ওপেন করুন।
- এবার অভ্রর সেটিংস থেকে "Output as ANSI" এ ক্লিক করুন।
- এবার ফটোশপে ফিরে যান ও নতুন একটি ডকুমেন্ট ওপেন করুন।
- F12 প্রেস করে অভ্রর বাংলা মুড ওপেন করুন।
- এবার ফটোশপের টাইপ টুলটি চালু করুন ও Kalpurush ANSI অথবা যেকোনো একটি বাংলা ফন্ট সিলেক্ট করুন।
- এবার লিখতে থাকুন, তাহলে দেখবেন আপনি ফটোশপে বাংলা লিখতে পারছেন। তবে লিখার আগে দেখবেন ANSI মুডটি চালু আছে কিনা।
টিউন করেছেন : ফয়সাল শাহী


No comments:
Post a Comment
Thank you very much.