google-site-verification: googlefee13efd94de5649.html ফটোশপে বাংলা লিখার সহজ উপায় - তারুণ্যের কন্ঠস্বর

HeadLine

News Update :

Friday, March 27

ফটোশপে বাংলা লিখার সহজ উপায়

ফটোশপে বাংলা লিখতে অনেকেরই সমস্যা হয়, বিশেষ করে আমরা যারা অভ্র ব্যবহার করে থাকি। যারা বিজয় ব্যবহার করেন তাদের এই সমস্যায় পড়তে হয় না। মূলত তাদের  ( অভ্র ব্যবহারকারীদের  ) জন্যই আজকের এই প্রচেষ্টা। কাজটি করতে নিচের স্টেপ গুলো ফলো করুন।
  • প্রথমেই অভ্র ও ফটোশপ ওপেন করুন।
  • এবার অভ্রর সেটিংস থেকে "Output as ANSI" এ ক্লিক করুন।
  • এবার ফটোশপে ফিরে যান ও নতুন একটি ডকুমেন্ট ওপেন করুন।
  • F12 প্রেস করে অভ্রর বাংলা মুড ওপেন করুন।
  • এবার ফটোশপের টাইপ টুলটি চালু করুন ও Kalpurush ANSI অথবা যেকোনো একটি বাংলা ফন্ট সিলেক্ট করুন।
  • এবার লিখতে থাকুন, তাহলে দেখবেন আপনি ফটোশপে বাংলা লিখতে পারছেন। তবে লিখার আগে দেখবেন ANSI মুডটি চালু আছে কিনা।
টিউন করেছেন : ফয়সাল শাহী 

No comments:

Post a Comment

Thank you very much.