কে জানে কয়েক বছর পর হয়তো ভুলেই যাব আমরা টিভি পর্দায় সিনেমা দেখতাম, কিংবা সকালে নিজ হাতে জানালার পর্দা সরিয়ে দিনের প্রথম সূর্যের জন্য জায়গা করে দিতাম! আমরা বর্তমানে এমন প্রযুক্তি বিপ্লবের মধ্যে কাটাচ্ছি, যখন প্রতিটা দিন, প্রতি মুহূর্তে নতুন প্রযুক্তিপণ্য আমাদের দরজায় এসে কড়া নাড়ে। ভবিষ্যতে হয়তো যন্ত্র নিজে নিজেই তৈরি হবে, শরীরের রোগ নির্ণয়-সারানোর কাজ হবে স্বয়ংক্রিয়ভাবে, সিনেমা হয়তো দেখব ভার্চুয়াল রিয়্যালিটির মাধ্যমে। নতুন কী চমক আসবে, তা আগে থেকে বলা মুশকিল। তবে কালকের শুরুটা যেমন আজ করতে হয়, তেমনি নিকট-ভবিষ্যতে নতুন কী আসছে তা আগে থেকেই অনুমান করা যায়। এমন কিছু প্রযুক্তিপণ্য নিয়েই এই আয়োজন।
মাইক্রোসফট হলোলেন্স
আয়রন ম্যান-এর মতো বৈজ্ঞানিক কল্পকাহিনিনির্ভর সিনেমায় হলোগ্রামের ব্যবহার দেখা যায়। হঠাৎ শূন্যের মধ্যে কম্পিউটারের পর্দা ভেসে উঠল, সেখানে হাতের ইশারায় কাজ সেরে ফেলছেন নায়ক। মাইক্রোসফট হলোলেন্সের মাধ্যমে এই ধারণা আমূল পাল্টে দেওয়ার পরিকল্পনা করছে মাইক্রোসফট করপোরেশন। হলোলেন্স চশমা পরে ব্যবহারকারী চোখের সামনে ভেসে ওঠা পর্দায় কাজ করতে পারবে। এমনকি ত্রিমাত্রিক প্রিন্টারের সাহায্যে সেই কম্পিউটারে তৈরি কিছুর প্রিন্ট নিতে পারবে।
মাইক্রোসফট হলোলেন্স
জেডস্ক্যান প্লাস
জেডস্ক্যান প্লাস এমনই এক যন্ত্র, যা মাউস হিসেবে যাত্রা শুরু করলেও স্ক্যানারের কাজ করতে পারবে। কোনো লেখার ওপর দিয়ে নিয়ে গেলে লেখা স্ক্যান করে কম্পিউটারে নিতে পারে। এখন তার যুক্ত থাকলেও তারহীন সংস্করণ আসছে শিগগিরই।
কোপেনহেগেন হুইল
বেশি দূরত্বের যাত্রা কিংবা খাড়া পাহাড় দেখে অনেকেই বাইসাইকেল যাত্রা এড়িয়ে যেতে চান। কোপেনহেগেন হুইল নামের যন্ত্র প্রয়োজন অনুযায়ী দরকারের সময় পেডেল করতে সাহায্য করে সাইকেল যাত্রা ক্লান্তিহীন করবে।
শেফ জেট
ইউটিউবে বা ইনস্টাগ্রামে অনেকে রান্নার প্রক্রিয়া সম্পর্কে ভিডিও বা ছবি প্রচার করেন। তবে তাঁদের সেই অ্যাকাউন্টগুলো হয়তো শিগগিরই শূন্য হয়ে যাবে, যখন শেফ জেটের মতো থ্রিডি প্রিন্টারে একদম সঠিক স্বাদের খাবার তৈরি হতে শুরু হবে।
প্যারোট ফ্লাওয়ার পাওয়ার
মানুষের জন্য পরিধেয় যন্ত্র আছে, এবার আসছে গাছের জন্য। প্যারোট ফ্লাওয়ার পাওয়ার নামের সেন্সর গাছের তাপ, আলো, পুষ্টি ইত্যাদি পরীক্ষা করে স্মার্টফোন অ্যাপের সাহায্যে এর মালিককে জানিয়ে দেবে প্রয়োজনীয় পদক্ষেপের কথা।
সেন্স
ঘরের তাপমাত্রা, আর্দ্রতা, আলো, শব্দের পরিমাণ বিচার করে বিরক্তি ছাড়াই একটানা ঘুমাতে সাহায্য করবে সেন্স নামের যন্ত্র।
সূত্র: ম্যাশেবল
সূত্র: ম্যাশেবল

