google-site-verification: googlefee13efd94de5649.html আপনি নিজেই পিসি পার্টিশন করুন - তারুণ্যের কন্ঠস্বর

HeadLine

News Update :

Saturday, May 23

আপনি নিজেই পিসি পার্টিশন করুন

অনেক সময় আমাদের পিসিতে নতুন একটি ড্রাইভের প্রয়োজনবোধ করি । আমরা অনেকেই নতুন ড্রাইভ তৈরি করতে পারি না । অনেকেই আবার পিসির হার্ড ড্রাইভ নষ্ট করে ফেলি। এখন থেকে আপনাদের এ সমস্যা হবে না । তো চলুন শুরু করা যাকঃ-
কার্য পদ্ধতিঃ

১। প্রথমে আপনার পিসির ডিরেক্টরিতে যান
২। তারপর Disk Management যান
৩। তারপর যে ড্রাইভটি থেকে নতুন ড্রাইভ বানাবেন তাতে রাইট ক্লিক করুন ( উপরের মত দেখাবে )
৪। এরপর "shrink volume" এ ক্লিক করুন ,নিচের মত দেখাবে ।
৫। এবার ডায়েল বক্সের যে বক্সটা রাইটেবল তাতে আপনার নতুন ড্রাইভে যত টুকু জায়গা চান তা লিখুন, অবশ্যই এম বি তে লিখবেন । আমার ২৫ জিবি দরকার তাই আমি ২৫৬০১ লিখেছি । তারপর Shrink  লেখায় ক্লিক করুন । দেখবেন যে নতুন একটা ড্রাইভ তৈরি হয়েছে ।
৬। এবার যে ড্রাইভটি তৈরি হয়েছে তাতে রাইট ক্লিক করুন , নিচের মত দেখাবে ।
৭। এবার New Simple Volume এ ক্লিক করুন , নিচের মত দেখাবে ।
৮। Next এ ক্লিক করুন , আরো একটি ডায়েলবক্স আসবে ।
৯। এভাবে যত গুলি ডায়েলবক্স আসবে সবগুলোতে Next এবং সবশেষে Finish দিন ।
১০। আপনি ইচ্ছা করলে ড্রাইভের  নাম দিতেও পারেন আবার নাও দিতে পারেন ।
আপনার কাজ শেষ ।


*** টিউন credit goes to   : মাহমুদুল হাসান