google-site-verification: googlefee13efd94de5649.html FrameBangladesh ছবি প্রদর্শনী - তারুণ্যের কন্ঠস্বর

HeadLine

News Update :

Sunday, May 24

FrameBangladesh ছবি প্রদর্শনী

আগামী ৩১শে মে থেকে জুন-১ ও জুন-২ ২০১৫ ইং পর্যন্ত

ফেসবুক ভিত্তিক ফটোগ্রাফিক গ্রুপ ‘ফ্রেম বাংলাদেশ’ তিন দিন ব্যপী তাদের দ্বিতীয় ছবি প্রদর্শনীর আয়োজন করেছে। প্রদর্শনীটি অনুষ্ঠিত হবে আগামী ৩১ মে, ১লা ও ২রা জুন ২০১৫ তারিখে দৃক গ্যালারীতে (বাড়ী ৫৮, সড়ক ১৫/এ, ধানমন্ডি, ঢাকা)। প্রতিদিন দুপুর ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী খোলা থাকবে। বাংলাদেশের ২৮ জন উদীয়মান আলোক চিত্রশিল্পীর ৯৫ টি চিত্র যা দেশ ও বিদেশে তোলা হয়েছে তা এই প্রদর্শনীতে স্থান পাবে। এই উপলক্ষে ‘ফ্রেম বাংলাদেশ’ একটি আন্তর্জাতিক মানের বইও বের করেছে। এই বইটিতে পুরস্কার প্রাপ্ত সদস্যদের তোলা ছবি থাকছে। প্রদর্শনীর মিডিয়া পার্টনার Channel i, আর্থিক ও অন্যান্য আনুষঙ্গিক সহয়ায়তা দিয়েছে Bestway Group, Ecotech, American Dairy Ltd, ও Soi 71.
‘ফ্রেম বাংলাদেশ’ সম্পূর্ণ অরাজনৈতিক, ধর্মনিরপেক্ষ ও কলুষতামুক্ত একটি ফোটোগ্রাফিক গ্রুপ। এই গ্রুপ আন্তরিকভাবে দেশের ইতিবাচক দিকগুলোকে প্রাধান্য দেয় ও প্রচার করে। ‘ফ্রেম বাংলাদেশ’ এ বর্তমানে প্রায় সাতাশ হাজার সদস্য আছেন, এবং প্রতিদিনই নতুন নতুন সদস্য যোগ দিচ্ছেন। এই গ্রুপের অ্যাডমিন প্যানেলে আছেন অত্যন্ত দক্ষ ও সুযোগ্য বেশ কয়েকজন সদস্য, যারা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে প্রতিনিয়ত গ্রুপকে পরিচালনা করছেন। এই গ্রুপে যেমন আছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী, তেমনই আছেন সম্প্রতি ক্যামেরা হাতে নেয়া সৃজনশীল সদস্য।
হামীম চৌধুরী
চেয়ারম্যান
ফ্রেম বাংলাদেশ
মুঠোফোনঃ ০১৭১১৫৯৫০৩৬

No comments:

Post a Comment

Thank you very much.