google-site-verification: googlefee13efd94de5649.html কোথায় যাচ্ছে আমাদের প্রিয় মাতৃভূমি ? - তারুণ্যের কন্ঠস্বর

HeadLine

News Update :

Sunday, June 14

কোথায় যাচ্ছে আমাদের প্রিয় মাতৃভূমি ?

লেখকঃ Tushar Miah


দেশের গার্মেন্টস থেকে শুরু করে অন্যান্য যেসব গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান রয়েছে সেইসব প্রতিষ্ঠানের অধিকাংশই ইন্ডিয়ান দ্বারা নিয়ন্ত্রিত,ইতিমধ্যে যত বায়ার আছে এর ৪০% চলে গেছে ইন্ডিয়াতে ঐসব সিনিয়ররাই বাগিয়ে নিয়েছে বাকীগুলা যেতে যা একটু সময় লাগবে তারপর?দেশের অর্থনৈতিক ও ভবিষ্যত কি হবে কেউ ভেবে দেখেছেন?আর এই অবাধ সুযোগ কে করে দিচ্ছে?বাংলাদেশে শিক্ষিত বেকারের সংখ্যা বেড়েই যাচ্ছে আর শিক্ষার মান কোথায় দিয়েছে এটা যারা একটু চোখ কান খোলা রাখেন তাঁরাই ভাল জানেন জাতীকে মেধাশূন্য করতেই পাশের হার বাড়িয়ে শিক্ষার মান মাটির সাথে মিশিয়ে দেয়া হচ্ছে,লাখো লাখো এ প্লাস পেয়েও ঢাকা বিশ্ববিদ্যালয়ে টেকার মত মাত্র ২জন যোগ্য হয় ! এদেশে বুয়েট,নর্থ সাউথ,ঢাবি ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের হওয়া আজ বেকার আর ইনিডয়ার গ্রাম থেকে নিম্ন মানের প্রতিষ্ঠান থেকে পাস করা না খাওয়া ভেজিটেরিয়ানরা আমাদের বস! নিজের দেশে আজ নিজেরাই নির্যাতিত,ইনডিয়াতে যারা শুধু ইন্টারমিডিয়েট পাস তাদেরকে ৫০হাজার টাকার চাকুরীর লোভ দেখিয়ে বিজ্ঞাপন দেয়া হয়েছিল বছর দেড়েক আগে,যা আমি নিজের চোখে দেখেছি
আমি বুঝলাম ইনডিয়া এত বড় দেশ সাম্রাজ্যবাদ বিস্তার করবেই কিন্তু এতে তো আমাদের পররাষ্ট্র নীতি টাইট হবার কথা,আজ ইনডিয়াতে যেতে হলে ভিসার জন্য দিনের পর দিন বসে থাকতে হয় আর আমাদের দেশে লাখো লাখো ইনিডয়ান অবৈধভাবে চাকরী করছে সে ব্যাপারে সরকারের মাথা ব্যথা নেই একেবারেই আর ৫বছর হাসিনা ক্ষমতায় থাকলে আমি নিশ্চিত যে আমাদের গারমেনটসের ৯০% চলে যাবে ইনডিয়াতে,তখন আবার বৈদেশিক মুদ্রার দিকে আমাদের তাকিয়ে থাকে হবে শ্রম দিয়ে,আর ইতিমধ্যে মিটিল ইস্ট শ্রমিক নেয়া বন্ধ করে দিয়েছে যখন অর্থনৈতিকভাবে আরও নড়বড়ে হবে দেশ তখনই আজকের নিস্তেজ হওয়া বাংলীরা মাথা উঁচু করবে রাস্তায় নামবে এই হাসিনার বিরুদ্ধে এর আগে নয়
আমাদের দেশে ইন্ডিয়ানদের অবাধে অনুপ্রবেশ ও আমাদের অভ্যন্তরীণ সব কিছুতেই ওদের হস্তক্ষেপ দেখেও একদল এককানাদের দৃষ্টিগোচর হয় না,গুম খুনের সব কিছুতেই যে ইনডিয়া জড়িত সালাউদ্দিন আহমেদকে দিয়েই বুঝা যায় ,৫৭ জন সেনা অফিসারকে হত্যার পিছনে ও যে ইন্ডিয়ার হাত রয়েছে তা সুস্পষ্ট। কিন্তু সবকিছুর মূলে কে?কে সুযোগ করে দিচ্ছে?কে তাদের সহযোগিতা নিয়ে দেশের অর্থনৈতিক ও মেধাশূন্য করার ঘৃন্য ষড়যন্ত্র করছে? সব কিছুর জন্য দায়ী আজকের নতজানু পররাষ্ট্র নীতি ও একক স্বার্থসিদ্ধির রাজনীতি..ইন্ডিয়ান ও অবৈধ প্রশাসনকে এখন রুখে না দিলে এ জাতীর কপালে চরম দূর্ভোগ রয়েছে
শুধু বড় বড় ব্রিজ এটা সেটা করে উন্নতির নামে মানুষের নজর একদিকে নিয়ে অন্যদিকে গোলামী করার রাস্তা এই অবৈধ সরকার করে যাচ্ছে এর ফল এখন না পেলেও ২০বছর পরে হলেও টের পাবেন..