
আমরা বিভিন্ন কাজে বিভিন্ন সময় অনেক প্রকার সফটওয়্যার ইন্সটল করে ব্যবহার করে থাকি। কিন্তু একবারও কি ভেবে দেখেছেন, এত সফটওয়্যার ইন্সটল করার পর আপনার পিসির কি অবস্থা হয়?? সবাই হয়ত জানেন, তারপরও বলি, পিসি স্লো হয়ে যাওয়ার অন্যতম প্রধান কারণ হল বেশী বেশী সফটওয়্যার ইন্সটল করা। কারণ প্রথমত সফটওয়্যার ইস্নটল করলে সি-ড্রাইভের উপড় অনেক চাপ পরে। তাছাড়া রেজিস্ট্রিতে অনেক ফাইল জমা হয় এবং অন-ইন্সটল করার সময় রিস্টোর পয়েন্ট তৈরী করা হয়। যার ফলে আপনার সাধের পিসি ধীরে ধীরে স্লো হয়ে পরে।
যাই হোক, কাজের জন্য তো সফটওয়্যার ব্যবহার করতেই হবে। আবার পিসিও স্লো করা চলবে না। তাহলে উপায়??
আমার মতে একমাত্র উপায় হল পোর্টেবল সফটওয়্যার ব্যবহার করা। যা আপনার পিসিতে ইন্সটল করতে হবে না। শুধু একটি সিঙ্গেল .exe ফাইল থকবে, যাতে ডাবল ক্লিক করলেই আপনার কাঙ্খিত সফটওয়্যার চালু হয়ে যাবে!!! কি মজা তাইনা?? আমরা অনেকেই বিভিন্ন দরকারী সফটওয়্যার এর পোর্টেবল ভার্সন নেট থেকে নামিয়ে ব্যবহার করি। কিন্তু সব সফটওয়্যার এর পোর্টেবল ভার্সন তো আর পাওয়া যায় না! তাই বলে কী হাত পা গুটিয়ে বসে থাকব?? মোটেই না!!
এখন থেকে নিজে নিজেই আপনার দরকারী সফটওয়্যার এর পোর্টেবল ভার্সন বানিয়ে নিন!! হ্যা, এটি নিয়েই আমার আজকের টিউন!!
যাই হোক, কাজের জন্য তো সফটওয়্যার ব্যবহার করতেই হবে। আবার পিসিও স্লো করা চলবে না। তাহলে উপায়??
আমার মতে একমাত্র উপায় হল পোর্টেবল সফটওয়্যার ব্যবহার করা। যা আপনার পিসিতে ইন্সটল করতে হবে না। শুধু একটি সিঙ্গেল .exe ফাইল থকবে, যাতে ডাবল ক্লিক করলেই আপনার কাঙ্খিত সফটওয়্যার চালু হয়ে যাবে!!! কি মজা তাইনা?? আমরা অনেকেই বিভিন্ন দরকারী সফটওয়্যার এর পোর্টেবল ভার্সন নেট থেকে নামিয়ে ব্যবহার করি। কিন্তু সব সফটওয়্যার এর পোর্টেবল ভার্সন তো আর পাওয়া যায় না! তাই বলে কী হাত পা গুটিয়ে বসে থাকব?? মোটেই না!!
এখন থেকে নিজে নিজেই আপনার দরকারী সফটওয়্যার এর পোর্টেবল ভার্সন বানিয়ে নিন!! হ্যা, এটি নিয়েই আমার আজকের টিউন!!
তাহলে আসুন শুরু করিঃ-
পোর্টেবল সফটওয়্যার তৈরী করতে আপনাদের দুটি জনপ্রিয় সফটওয়্যার দরকার হবে। তার একটি হল- Universal Extractor এবং আরেকটি হল- Winrar . আশা করি এ দুটি সফটওয়্যার সবাই ব্যবহার করেন, তবুও যদি কারও কাছে না থাকে, তাহলে-
এখান থেকে Universal Extractor এবং এখান থেকে Winrar ডাউনলোড করে ইন্সটল করে নিন।
- আশা করি সবাই সফটওয়্যার দুটি ইন্সটল করে নিয়েছেন, এবার যে সফটওয়্যারটি পোর্টেবল বানাতে চান, সেটি কোন একটি ফোল্ডারে কপি করে নিচের ছবির মত রাইট ক্লিক করে UniExtract to subdir এ ক্লিক করুন।
.



.

.



.

.

.

.


বিঃদ্রঃ- কোন কোন সফটওয়্যার খুব ভালভাবে এনক্রিপ্ট করা থাকে, যেগুলো Universal Extractor দিয়ে Extract করা নাও যেতে পারে। যেমনঃ- Firefox এর লেটেস্ট ভার্সন। তবে ৮০% সফটওয়্যারই Extract করা যায়। আর ছবিগুলো বড় করে দেখতে ছবির উপর ক্লিক করুন।
টিউন করেছেন : হিমু