google-site-verification: googlefee13efd94de5649.html পূর্ব ও পশ্চিম বাংলার জাতীয়তাবাদ ও বাস্তবতা - তারুণ্যের কন্ঠস্বর

HeadLine

News Update :

Sunday, June 14

পূর্ব ও পশ্চিম বাংলার জাতীয়তাবাদ ও বাস্তবতা

পূর্ব বাংলা আর পশ্চিম বাংলার জাতীয়তাবাদ এক নয়,পশ্চিম বাংলা মানে যেমন বাংলাদেশ নয় তেমনি পূর্ব বাংলার মানেও ইন্ডিয়া নয়,বাঙ্গালীর জাতিয়তাবাদের প্রয়োজন আছে বলেই শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের ভূখণ্ডে জন্ম নেয়া প্রতিটি বাংলাদেশীকে মাথা উঁচু করে দাঁড়াবার জন্যই নিজস্ব পরিচয়ে পরিচিত হতেই বাংলাদেশী জাতিয়তাবাদের সূচনা করেছিলেন,এখানে যদি বাংলা জাতিয়তাবাদই থাকতো তবে ২বঙ্গের জাতির জনকও একজনই হতো,শেখ মুজিব কি করে শুধু পূর্ব বাংলার জাতিরজনক হয় ? সেতো বাংলা ভাষাভাষীর ২বঙ্গেই জাতির জনক হবার কথা তাই না?ওরা কি পারবে গান্ধীকে ফেলে মুজিবকে ওদের জনক মানতে ? কিংবা কোন দালালের কি সেই বুকের পাটা আছে এটা বলতে?হাসিনা কি পারবে তার বাবাকে ভাষাগত দিক দিয়ে জাতীরজনক প্রতিষ্ঠা করতে ২বঙ্গে ?পারবে না, আওয়ামীরা আসলেই বাংলাদেশীজমেই বিশ্বাসী নয়,এরা হোল পরগাছা,নিজের দেশ নিজের ভূমি,নিজের নিজস্ব জাতীয়তাবাদ ফেলে এরা ইন্ডিয়াকে মদদ দিয়ে জোর করে খমতা দখল করে আজীবন খমতায় থাকতে চায়,মুজিব যেমন বাংলাদেশ চায়নি তার মেয়ে হাসিনা আর তাদের সমর্থকরাও চায় না,যাদের রক্তে ভেজাল থাকে তারা তাদের নিজের মা বাবাকে চিনতে পারে না,এরাও তাই,এরা এতোটাই পরগাছা যে এদেশের সংখ্যাগরিষ্ঠদের জঙ্গি বানিয়ে হলেও এরা ক্ষমতায় টিকে থাকতে চায়, এরা লুটপাট করে গত ২১বছরের গড়ে তোলা মানবাধিকার ও গণতান্ত্রিক ধারায় চলা দেশকে নিমিষেই স্বৈরাচারী করে এদেশের প্রতিটি মানুষকে ভারতের গোলাম বানিয়ে ছাড়ল,শিক্ষাই যদি হয় জাতির মেরুদণ্ড তবে এই শিক্ষা ব্যবস্থাকে কে বা কারা ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে? এদের প্রতি বিন্দু পরিমান দেশপ্রেম থাকতো তারা কি পারতো দেশকে মেধাশুন্য করার এই সব প্রক্রিয়া?এই নাহিদ এই হাসিনা কার জন্য কাদের ইশারায় এইদেশকে শেষ করে দিচ্ছে?বাংলাদেশী যেইসব আওয়ামীরা আছো তোমরা আজও টের পাওনি এই দালাল কি জিনিস,এরা এই দেশের মাটিতে বেড়ে উঠা,এই দেশের আলো বাতাসে বড় হওয়া এক একটি ভিনদেশী গোলাম,এরা কোনদিনই বাংলাদেশী জাতিয়তাবাদে বিশ্বাসী ছিল না,এরা স্বাধীন বাংলাদেশ ও সার্বভমত্তে বিশ্বাসী নয়,এরা তাই আজ সবার সামনে বলার সাহস করে"জয় বাংলা না বললে এইদেশ ছাড়তে হবে" দেশকি এরা স্বাধীন করেছিল?কয়জন আওয়ামী শহিদ আর বীর বীরুত্তম হয়েছে? আজ মুজিব কোর্ট পড়িহিত যেইসব মাতাল দালাল গুলা মুক্তি যুদ্ধের সনদ দিয়ে বেড়ায় নিজেদেরকে স্বাধীনতার স্বপক্ষের শক্তি মনে করে এই দালাল গুলা কলকাতায় ভোগ বিলাস করে জীবন যাপন করেছে যুদ্ধ চলাকালীন সময়ে,আর এইসব বেইমানদের কে নিয়ে চলচিত্র নির্মাণ করতে চেয়েছিলেন জহির রায়হান আর তাই তিনি স্বাধীন বাংলাদেশে প্রথম গুম হয়ে যান,এই গুমের রীতি বাংলাদেশে চালু করেছে মুজিবের আমল থেকেই,যার ধারা অব্যাহত রাখতেই আজ অবৈধ সরকার সর্বদা তৎপর...।




লেখকঃ Tushar Miah