google-site-verification: googlefee13efd94de5649.html জাতির বিবেকের কাছে আমার প্রশ্ন ????? - তারুণ্যের কন্ঠস্বর

HeadLine

News Update :

Sunday, June 14

জাতির বিবেকের কাছে আমার প্রশ্ন ?????


একজন জাতীর পিতার ঘোষনা নিয়ে বিতর্ক হবার কোন কথা থাকার কথা নয়,কিন্তু তার সাথের মানুষগুলো ও মুক্তিযুদধে অংশগ্রহণ করা কেউ ই স্বীকার করেনি যে উনি মুক্তিযুদধের ঘোষনা দিয়েছেন উনি যে স্বাধীন বাংলাদেশ চান নি সেটা আমার মনগড়া কথা দিয়ে বলছি না উনার কাযর্ক্রমই প্রমান করেছে উনি পূর্ব পাকিস্তানের প্রধান মন্ত্রি হতে চেয়েছিলেন উনি ঘোষনা দেন নি মূলত দুটি কারনে: ১.তৎকালীন পাকিস্তানী আর্মি ছিল সবচেয়ে শক্তিশালী আর্মি তাই তাদের পক্ষে কোনভাবেই বাংলাদেশীদের পেরে উঠা সম্ভব নয় ২.উনি ঘোষনা দেবার পরে যদি ব্যর্থ হতেন তবে তাকে দেশদ্রোহী করে ফাঁসিতে ঝুলানো হতো উনি সমঝোতা করে ক্ষমতার লোভেই ঘোষনা দেন নি,ইতিহাস পড়লেই বিষয়গুলো পরিস্কার হবে কিন্তু যারা নিজেদের মুজিব সেনা দাবী করে সকাল বিকেল মুক্তিযুদধ নিয়ে কথা বলে তাদের কে জিজ্ঞেস করেন ওরা কেউ মুক্তিযুদধ করেছে কিংবা ইতিহাস পড়েছে? জিয়াউর রহমান ব্যর্থ হলে তাকে ফাঁসিতে ঝুলতে হতো মুজিবকে নয়.. একজন জাতীর পিতা খ্যাত ব্যক্তি কিভাবে ৭কোটি মানুষের লাশের উপরে ভর করে পশ্চিম পাকিস্তানে নাইওরি যায়? জাতীর বিবেকের কাছে আমার এই প্রশ্ন!




লেখকঃ Tushar Miah