google-site-verification: googlefee13efd94de5649.html পাকিস্তানের ভাতা নিয়ে যারা আরাম আয়েশ করেছে তারা আমাদের ইতিহাস শেখায় ! - তারুণ্যের কন্ঠস্বর

HeadLine

News Update :

Thursday, June 25

পাকিস্তানের ভাতা নিয়ে যারা আরাম আয়েশ করেছে তারা আমাদের ইতিহাস শেখায় !

বাংলাদেশ জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার মোসেলম উদ্দিন বলেছেন, যারা পাকিস্তানের ভাতা নিয়েছে, পাকিস্তানের কর্মকর্তা কর্মচারী ছিলো আজ তাদের মুখে মুক্তিযুদ্ধের বিকৃত ইতিহাস শুনতে হচ্ছে। কেন্দ্র ও প্রাদেশিক সরকারের সচিব থেকে নিম্ন পর্যায়ের কর্মচারী, তদানিন্তন পুর্ব পাকিস্তানে অবস্থানরত আর্মী, বিমান বাহিনী, ইপিআর, পুলিশে চাকুরীরত আইজিপি, ডিআইজি, এসপি, দারোগা হতে সেপাই পর্যন্ত, কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সংবাদপত্রে কর্মরত সকলেই পাকিস্তান রক্ষার জন্য ভুমিকা রেখেছেন। কিন্ত আমরা যখন জীবনবাজী রেখে যুদ্ধ করেছি তখন তারা পাকিস্তানের ভাতা নিয়ে আরাম আয়েশের জীবন যাপন করেছে। এদের কেউ কেউ পাক আর্মীর প্রকাশ্যে সহযোগিতাও করেছে। তিনি বলেন একটি নির্দিষ্ট দলের সুবিধা ভোগ করে তাদের চামচামী করতে গিয়ে তারা এখন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হয়ে গেছে। এখন বড় বড় গলায় চেতনার কথা বলছে। সত্য কথা যেই বলবে সেই তাদের কাছে রাজাকার হয়ে যাবে। কাদের সিদ্দিকী আর একে খন্দকারের মতো যোদ্ধাকে তারা রাজাকার বানিয়ে ছেড়েছেন। এরা দুজন যদি রাজাকারই হয় তাহলে মুক্তিযুদ্ধ করেছে কে? অর্থাৎ সরকারের বিরুদ্ধে যেই কথা বলবে সেই রাজাকার হয়ে যাবে। আর পক্ষে যেই কথা বলবে সেই মুক্তিযুদ্ধা হয়ে যাবে। যা ৪৪ বছর পর ভাবতেও ঘৃনা হয়। গত বুধবার পাবনা জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের আয়োজনে শহরের একটি মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের সম্মানে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। 
জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের পাবনা জেলা সভাপতি খোন্দকার নাছির উদ্দিন নাছিমের সভাপতিত্বে এবং সেক্রেটারী শেখ আফসার উদ্দিনের পরিচালনায় মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলার সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা শামসুল ইসলাম। এছাড়াও স্থানীয় মুক্তিযোদ্ধাগন বক্তব্য রাখেন। সভায় প্রায় অর্ধশত মুক্তিযোদ্ধা অংশ গ্রহন করেন। 
প্রধান অতিথি তার বক্তব্য আরো বলেন, সরকার দেশের স্বার্থকে বিকিয়ে দিয়ে বিরোধী দল দমন করে কিভাবে ক্ষমতায় টিকে থাকা যায় সেই পথে হাটছে। দেশের উন্নয়নের কোন চিন্তা ভাবনা নেই সরকারের মাথায়। বিদ্যুতের ভয়াবহ লোড শেডিং এ দেশের মানুষ অসহায় হয়ে পড়েছে। দেশে বিদ্যূত উৎপাদন না করে ভারত থেকে বেশী দামে বিদ্যুৎ কেনা হচ্ছে। অথাৎ দেশকে পর নির্ভরশিল করার জন্য যা যা করা দরকার সরকার তার কোন কিছুই বাদ রাখছে না। দেশে খুন আর গুম আতংকে মানুষের ঘুম হারা হয়ে গেছে। মানুষের জীবনের কোন নিরাপত্তা নেই। সেদিকে সরকারের কোন নজর নেই। শুধু বিরোধী দল দমনে আইন শৃংখলা রক্ষাকারি বাহিনীকে ব্যবহার করা হচ্ছে। আর সন্ত্রাসীরা নিরাপদে এসব অপরাধ মূলক কাজ করে যাচ্ছে। এর থেকে দেশের মানুষ পরিত্রাণ চায়। এজন্য দরকার গণ আন্দোলন। প্রয়োজনে দেশের মানুষের স্বার্থে আরেকটি মুক্তিযুদ্ধ করতে হবে। 

সুত্রঃ নয়াদিগন্ত