google-site-verification: googlefee13efd94de5649.html টেস্ট খেলুড়ে দশ দেশের অধিনায়কের মধ্যে মুশফিকুর রহিম রয়েছেন চতুর্থ স্থানে - তারুণ্যের কন্ঠস্বর

HeadLine

News Update :

Thursday, August 13

টেস্ট খেলুড়ে দশ দেশের অধিনায়কের মধ্যে মুশফিকুর রহিম রয়েছেন চতুর্থ স্থানে

মুশফিকুর রহিম

মুশফিকুর রহিম

অ্যাশেজ পুনরুদ্ধারের পরও মুশফিকুর রহিমের কাছে হেরে গেলেন ইংল্যান্ডের অধিনায়ক অ্যালেস্টার কুক! বৃহস্পতিবার যুক্তরাজ্যের দৈনিক ‘দ্যা টেলিগ্রাফ’ বছরের সেরা টেস্ট অধিনায়কের তালিকা প্রকাশ করেন। তালিকাটি তৈরী করেছেন দ্যা টেলিগ্রাফের প্রতিবেদক জনাথন লিউ।

তালিকাতে টেস্ট খেলুড়ে দশ দেশের অধিনায়কের মধ্যে মুশফিকুর রহিম রয়েছেন চতুর্থ স্থানে। এই তালিকার শীর্ষে রয়েছেন মিসবাহ-উল-হক।এরপরই রয়েছেন ব্র্যান্ডন ম্যাককালাম ও অ্যাঞ্জেলো ম্যাথুস। চারে রয়েছেন মুশফিকুর রহিম।

অস্ট্রেলিয়াকে বিধ্বস্ত করা অ্যালেস্টার কুকের দল মৌসুমের সেরা সময় পার করছেন। ইংলিশদের বেশ ভালোমতই নেতৃত্ব দিচ্ছেন কুক। তবুও জনাথন লিউয়ের সেরা দশের পঞ্চম স্থানে জায়গা পেয়েছেন ইংলিশ দলপতি। এরপরই রয়েছেন দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা, ভারতের বিরাট কোহলি, অস্ট্রেলিয়ার মাইকেল ক্লার্ক ও ওয়েস্ট ইন্ডিজের দিনেশ রামদিন।

জিম্বাবুয়ের টেস্ট অধিনায়ক ২০১৫ বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। জিম্বাবুয়ে বোর্ড এখনো দলটির টেস্ট অধিনায়কের নাম ঘোষণা করেনি।

মুশফিকুর রহিমকে চতুর্থ স্থানে রাখার কারণ ব্যাখ্যা করেছেন জনাথন লিউ। মুশফিকের ছবি দিয়ে ক্যাপশনে লিখেন,‘পূর্বে বাংলাদেশ প্রায়ই মাঠে নামার আগেই হেরে যেত। কিন্তু মুশফিকুর অধিনায়কত্বে তারা এখন জয়ের প্রত্যাশা করছে। অন্তত খেলা শেষ করছে। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ সবচেয়ে দ্রুততার সঙ্গে উন্নতি করেছে। এবং অবিশ্বাস্যভাবে নিজেদের মাঠে তারা চমক দেখিয়েছে। ঘরের মাঠে ১২ টেস্টে তারা মাত্র দুটি টেস্টে হেরেছে।’


সেরা টেস্ট অধিনায়ক : মিসবাহ উল হক (পাকিস্তান), ব্র্যান্ডন ম্যাককালাম (নিউজিল্যান্ড),অ্যাঞ্জেলো ম্যাথুস (শ্রীলঙ্কা), মুশফিকুর রহিম (বাংলাদেশ), অ্যালিস্টার কুক (ইংল্যান্ড), হাশিম আমলা (দক্ষিণ আফ্রিকা), বিরাট কোহলি (ভারত), মাইকেল ক্লার্ক (অস্ট্রেলিয়া), দিনেশ রামদিন (ওয়েস্ট ইন্ডিজ)।