google-site-verification: googlefee13efd94de5649.html বিশ্বের সবচেয়ে উঁচু ও বিপজ্জনক আন্তর্জাতিক মহাসড়ক - তারুণ্যের কন্ঠস্বর

HeadLine

News Update :

Monday, September 14

বিশ্বের সবচেয়ে উঁচু ও বিপজ্জনক আন্তর্জাতিক মহাসড়ক


দুর্গম কারাকোরাম পবর্তমালার মধ্য দিয়ে চীন ও পাকিস্তানের মধ্যে সংযোগ স্থাপন করেছে মহাসড়কটি। এর খুনজেরাব পাস অংশটি মাটি থেকে ১৫ হাজার ৩৭৯ ফুট উচ্চতায় অবস্থিত। ভৌগলিক প্র্রতিকূলতা এবং উচ্চতার কারণে অনেক সময় একে বিশ্বের অষ্টম আশ্চর্য হিসেবেও অভিহিত করা হয়।
পার্বত্যাঞ্চলটি দৈর্ঘ্যে প্রায় ৫০০ কিমি। দুই মেরুঅঞ্চলের পর কারাকোরামই পৃথিবীর সবচেয়ে বেশি হিমবাহপূর্ণ এলাকা। এখানে অবস্থিত ৭০ কিমি দীর্ঘ সিয়াচেন ও ৬৩ কিমি দীর্ঘ বিয়াফো হিমবাহ যথাক্রমে মেরু অঞ্চলের বাইরে অবস্থিত বিশ্বের দ্বিতীয় ও তৃতীয় বৃহত্তম হিমবাহ।
কারাকোরামের উত্তরপূর্বাঞ্চল তিব্বতীয় সমভূমি, এবং উত্তরাঞ্চল পামির পর্বতমালা দ্বারা বেষ্টিত। অঞ্চলটির দক্ষিণ সীমানা নির্ধারিত হয়েছে গিলগিত, সিন্ধু, ও শিওক নদীর মাধ্যমে। যা অঞ্চলটিকে হিমালয় পর্বতমালার উত্তর-পশ্চিম অংশ থেকে পৃথক করেছে। এবং নদীগুলো কারাকোরাম থেকে দক্ষিণপশ্চিমে পাকিস্তানের সমভূমির দিকে প্রবাহিত হয়েছে।

দেখুন সেই মহাসড়কের ভিডিও 


No comments:

Post a Comment

Thank you very much.