google-site-verification: googlefee13efd94de5649.html বোকেহ্ ফটোগ্রাফি টিউটোরিয়াল - তারুণ্যের কন্ঠস্বর

HeadLine

News Update :

Tuesday, September 15

বোকেহ্ ফটোগ্রাফি টিউটোরিয়াল

wpid-000543.jpg.jpeg
বিভিন্ন টাইপ ফটোগ্রাফির মধ্যে বোকেহ্ ফটোগ্রাফি অন্যতম।অনেকেই এর নাম শুনেছেন।আজ এই বোকেহ্ ফটোগ্রাফি সম্পর্কে এবং এটি তোলার কৌশল নিয়েই আলোচনা করব।চলুন শুরু করা যাক…
সহজ কথায় অালোর ক্ষুদ্র ক্ষুদ্র উৎসকে ডিফোকাস করে ব্লার করার মাধ্যমে ছবি তোলাকে বলা হয় বোকেহ্ ফটোগ্রাফি।এক্ষেত্রে ফ্রেমের মধ্যে কোনো সাবজেক্ট ফোকাস থাকতে পারে আবার নাও পারে।বোকেহ্ ফটোগ্রাফি শুধু রাতে নয়,দিনের অালোতেও করা সম্ভব।তো প্রথমেই বলি রাতের বেলায় বোকেহ্ তোলার কৌশল…
এইক্ষেত্রে ব্যপারটা দুই রকম হতে পারে।প্রথমত অনেকগুলো আলোর ছোট উৎসকে পুরো ছবিতে ডিফোকাস হিসেবে রেখে ছবি তোলা…উদাহরণ দিলে বিষয়টা আরো ক্লেয়ার হবে…
IMG_4614-2
এখানে আমার তোলা একটি পিকই দিলাম।পিকটা ওভার ব্রিজের ওপর থেকে তোলা। এখানে অনেক গুলো অালোক উৎসকে ডিফোকাস করে তোলা হয়েছে।এই অালোর উৎসের মধ্যে ছিল গাড়ির ব্যাক-লাইট,দোকানের লাইট,রাস্তার পাশে বাতি ইত্যাদি।
তাহলে আপনিও যদি এরকম পিক তুলতে চান তাহলে অবশ্যই আপনাকে ক্যামেরার মেনুয়াল ফোকাস নিয়ে কাজ করতে হবে।সাটার স্পিড যেহেতু অনেক কম রাখতে হয় তাই ট্রাইপড ইউস করাটা দরকার।আমি যেমন 1/4s সাটারে তুলছি পিকটা।ট্রাইপড না থাকায় আমি অবশ্য ব্রিজের রেলিং উপর ভর দিয়ে তুলেছিলাম। তবে আপনি যে ভাবেই তুলুন না কেন এখনার মেইন বিষয়টি হল আলো গুলোকে ডিফোকাস করা।আলোর উৎসগুলোকে সুন্দরভাবে ছবির ফ্রেমে নিন প্রথমে।তারপর সেগুলোকে ফোকাস রিং ঘুরিয়ে ডিফোকাস করলেই তুলতে পারবেন চমৎকার সব বোকেহ্।
পোষ্টটির টাইটেল পিকটাও দেখতে পারেন।সেটিও আমার তোলা একটি পিক।এখানেও নিয়মটি এক, বৈদ্যুতিক  তারের সাথে লাগানো ছোট ছোট লাইটকে ডিফোকাস করে পিকটা তোলা হয়েছে।
এবার আসি দ্বিতীয় ক্ষেত্রে।কোনো সাবজেক্টকে ফোকাস করে পেছনের অালোর উৎসকে ডিফোকাস করে ছবিটি তোলা…এটার একটি উদাহরণ দিয়ে বিষয়টা আরো ভালভাবে বলছি…
image
এখানেও মূলবিষয় কিন্তু একই।সাবটেক্ট ফোকাস করে ব্যাকগ্রাউন্ড ব্লার করার মাধ্যমে এরকম বোকেহ্ তুলতে পারবেন।তবে ব্যাকগ্রাউন্ড যাতে ভালোমত ব্লার হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এই ক্ষেত্রে প্রাইম লেন্স ইউস করলে অনেক ভালো রেজাল্ট পাওয়া যায়।
আবার সকাল বেলাও এমন পিক তোলা সম্ভব।দ্বিতীয় যে প্রোসেস বললাম সাবজেক্ট ফোকাস করে সেইভাবেই।এক্ষেত্রে আলোর উৎস হতে পারে গাছের পাতার ফাঁক দিয়ে আসা আলো।উদাহরণটা দেখতে পারেন..
wpid-800px-josefina_with_bokeh.jpg
তাহলে বুঝতেই পারছেন বিভিন্ন ভাবেই বোকেহ্ ফটোগ্রাফি করা সম্ভব।তবে সব ক্ষেত্রেই নিয়মটা কিন্তু এক।

No comments:

Post a Comment

Thank you very much.