google-site-verification: googlefee13efd94de5649.html পোট্রেট ফটোগ্রাফির কিছু টিপস - 1 - তারুণ্যের কন্ঠস্বর

HeadLine

News Update :

Tuesday, September 15

পোট্রেট ফটোগ্রাফির কিছু টিপস - 1

পোট্রেটের জন্য ওয়াইড এংগেল লেন্স ব্যাবহার থেকে বিরত থাকুন। কারন এতে চেহারা অনেকটা বিকৃত আসে। যেমন ওয়াইড এংগেল লেন্সে কাছ থেকে ছবি তুললে নাক অনেকটা চ্যাপ্টা আসে।

৫০মিমি থেকে ১০০মিমি লেন্স ব্যাবহার করুন। প্রাইম লেন্স ব্যাবহার করা বেষ্ট।
ফটোশুটিং এর জন্য এক্সট্রা ব্যাটারি এবং লেন্স সাথে রাখুন।
পোট্রেট ফটোশুটিং এর জন্য ট্রাইপড ব্যাবহার করবেব না। এতে আপনি ফ্লেক্সিবল ভাবে শুট করতে পারবেন না।



কন্টিনিউয়াস শুটিং মোড ব্যাবহার করুন। কারন ডিজিটাল এসএলআর এ ফিল্মের খরচ বলতে কিছু নেই। আর কন্টিনিউয়াস শুটে আপনার অজান্তেঈ কিছু অসাধারণ ছবি উঠে যেতে পারে। তাই কন্টিনিউয়াস শট ব্যাবহার করাই বেষ্ট।

No comments:

Post a Comment

Thank you very much.