এই মিউজিক সফটওয়্যারটির ফাইল সাইজ ২০০ এম বি এর নাম MAGIX Music Maker Premium 16 Version । সবাই ডাউনলোড করবেন । না চালাতেও পারেলেও ইন্সটল করে পিসি তে সাজিয়ে রেখে দিবেন দেখতে অনেক সুন্দর ।
সফটওয়্যারটি অনেক মূল্যবান একটি সফটওয়্যার
হাবিব , ফুয়াদ , হৃদয় খান এর মতো আপনিও যে কোন গানকে এডিট করতে পারবেন মিউজিক মিক্সড করতে পারবেন । এখানে ডিজে থেকে শুরু করে সব ধরনের মিউজিক এডিটিং করা যায় । আপনি চাইলে মাইক্রোফোন দিয়ে আপনার কণ্ঠে গাওয়া গান অরজিনিয়াল ভার্শনে রেকর্ড করে তারপর এই সফটওয়্যারে সহজে মিউজিক মিক্সিড করতে পারবেন !!!! তবে আপনাকে তাল বা Beat জানতে হবে । ১৬ বিট , ৮ বিট , 4 বিট , ৬ বিট তাহলে আপনার জন্য আরও সহজ হবে । যারা মিউজিক লাইনে আছেন আমার মতো তাদের কোন সমস্যা হবে না রিদম টা আপনাদের সবার জানা।
দারুণ একটি সফটওয়্যার এটি । কারন
১. মাইক্রোফোন দিয়ে গাওয়া গানকে অরজিনিয়াল MP3 বা WAV ভার্শনে রেকর্ড করে ।
২. সহজে মিউজিক মিক্সিড করা যায় ।
৩. MP3 ফাইল দিয়ে ডাইরেক্ট কাজ করা যায়
৪. এতে ড্রামস , গীটার , বেজ গীটার , বাঁশী , কী বোর্ড , কঙ্গো থেকে শুরু করে আরও অনেক মিউজিক এফেক্ট পাবেন !!!!!
৫. ভোকাল আপ ডাওন করা , ভোকাল এফেক্ট চেঞ্জ করা যায়
৬. Windows 7, windows Xp সুন্দর ভাবে কাজ হবে ।
তাহলে দেরি না করে ডাউনলোড করুন ফাইলটি
ডাউনলোড লিঙ্ক ১৭৪ মেগাবাইট
এখন ক্র্যাক ডাউনলোড করতে হবে এখান থেকে
Click Here For Download Now
সব ডাউনলোড শেষে ইন্সটল করুন তারপর
ডাউনলোড করার পর ক্র্যাক নামের ৫ মেগাবাইট এর এই ফাইলটা কপি করুন
এবং MAGIX Music Maker Premium 16 Version প্রোগ্রাম ফাইলে নিয়ে পেস্ট করুন । তাহলে ফুল ভার্শন হয়ে যাবে ।
সফটওয়্যার টা ওপেন করুন তারপর ফুল টুলবার সিস্টেম করুন
তারপর একটি mp3 ফাইল নিয়ে মিউজিক এডিট করুন
তারপর যখন আপনার মিউজিক এডিট করা শেষ
আপনি mp3 ফাইলে ফরমেট করে সেভ করতে পারবেন
No comments:
Post a Comment
Thank you very much.