খুবই অনুমেয় ঘটনাটাই ঘটলো, কোন ধরনের অঘটন ছাড়াই বিশাল ব্যবধানে আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেট উড়িয়ে দিয়ে বিশ্বের সেরা ক্লাবের মর্যাদা জিতে নিল বার্সেলোনা।
আজ জাপানের ইয়োকোহামার নিসান স্টেডিয়ামে বিশ্বের সর্বশ্রেষ্ঠ ক্লাবের খেতাবের লড়াইয়ে আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেটের মুখোমুখি হয়েছিল বার্সেলোনা। ইঞ্জুরি কাটিয়ে নেইমার আর কিডনির পাথর সরিয়ে সুস্থ হওয়া মেসি দুজনেই ছিলেন প্রথম একাদশে। ফলে ম্যাচ শুরুর আগেই মানসিকভাবে অনেকটাই এগিয়ে যায় বার্সেলোনা।
আর সেই মেসির পা থেকেই ম্যাচের ৩৬ মিনিটে আসে বার্সার প্রথম গোল। নেইমারের দূর্দান্ত এসিস্ট থেকে সাবলীলভাবে গোলটি করেন মেসি। এরপর দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আরো আক্রমনাত্মকভাবে খেলতে শুরু করে বার্সা। এবারে জ্বলে ওঠেন সেমিফাইনালের হ্যাটট্রিককারী লুইস সুয়ারেজ। ম্যাচের ৪৯ মিনিটে সার্জিও বুসকেটসের পাস থেকে নিজের ১ম এবং দলের ২য় গোলটি করেন তিনি। এরপর ম্যাচের ৬৮ মিনিটে নেইমারের দারূন এক ক্রসে মাথা ছুঁইয়ে নিজের ২য় ও দলের ৩য় গোলটি করে বার্সার জয় নিশ্চিত করেন সুয়ারেজ। ফলে মর্যাদাপূর্ণ এই ফাইনালে ৩-০ ব্যবধানের একটি বিশাল জয় পেল বার্সা।
৫টি গোল করে টূর্ণামেন্ট সেরা খেলোয়াড় হন লুইস সুয়ারেজ।
এই টূর্ণামেন্ট জয়ের মধ্যদিয়ে আগামী ১ বছরের জন্য পৃথিবীর শ্রেষ্ঠক্লাবের খেতাবে ভূষিত হবে টিম বার্সেলোনা।
No comments:
Post a Comment
Thank you very much.