google-site-verification: googlefee13efd94de5649.html যদি কুমিল্লা ভিক্টোরিয়ান্স চ্যাম্পিয়ন হয় তাহলে বোনাস দেয়া হবে - নাফিসা কামাল - তারুণ্যের কন্ঠস্বর

HeadLine

News Update :

Tuesday, December 15

যদি কুমিল্লা ভিক্টোরিয়ান্স চ্যাম্পিয়ন হয় তাহলে বোনাস দেয়া হবে - নাফিসা কামাল

মাশরাফিদের জন্য বোনাস ঘোষণা নাফিসারসাদা-মাটা একটা দল নিয়ে বিপিএলের ফাইনালে ওঠা, এ যেন টুর্নামেন্ট শুরুর আগে বিশ্বাসই করতে পারেনি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিকপক্ষ। তাই দলের এ সাফল্যে যারপরনাই খুশি ফ্রাঞ্চাইজির মালিক পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামালের কন্যা নাফিসা কামাল। আনন্দে তাই দলের জন্য বোনাস ঘোষণা করলেন তিনি। জানিয়ে দিয়েছেন, কুমিল্লা চ্যাম্পিয়ন হলে বোনাস তো থাকবেই, সেইসঙ্গে সব খেলোয়াড়কে বিদেশ সফরে নিয়ে যাওয়া হবে। টুর্নামেন্টে দুর্দান্ত দাপটের সঙ্গে খেলে ফাইনালে জায়গা করে নিয়েছে মাশরাফির নেতৃত্বাধীন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। প্রথম কোয়ালিফায়ারে সাকিব আল হাসানের শক্তিশালী রংপুর রাইডার্সকে পরাজিত করে সবার আগে ঠাঁই করে নিয়েছে ফাইনালে। দলের এমন দুর্দান্ত পারফরম্যান্সে খুশি নাফিসা কামাল নিজের ফেসবুক পেজে একটি পোস্টে লিখেছেন, ''আমি আশাবাদী, আমার দল চ্যাম্পিয়ন হবে। ফাইনালে উঠে শিরোপা জিততে না পারলে অপূর্ণতা থেকে যাবে। দলের খেলোয়াড়রা এখন আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছেন। এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট।'' পরের পোস্টেই তিনি বোনাসের ঘোষণা দেন। নাফিসা কামাল লিখেছেন, ''আমরা ইতিমধ্যেই খেলোয়াড়দের শতভাগ পারিশ্রমিক দিয়ে ফেলেছি। যদি আমরা চ্যাম্পিয়ন হই তাহলে বোনাস তো দেয়া হবেই, সেই সঙ্গে দলের প্রত্যেক খেলোয়াড়কে বিদেশ সফরেও নিয়ে যাওয়া হবে।'' অধিনায়ক মাশরাফিও ফ্রাঞ্চাইজি মালিকপক্ষের সহযোগিতার দারুণ প্রশংসা করেছিলেন। এমনকি ইনজুরিতে পড়া কামরুল ইসলাম রাব্বিকে টুর্নামেন্টের মাঝেই ৫০ ভাগ পেমেন্ট দিয়ে দেয়ার কারণে মালিকপক্ষের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি। বলেছিলেন, ''মালিকপক্ষের কাছ থেকে এতোটা আশা করিনি। তারা দারুণ সহযোগিতা করছেন।'' 

No comments:

Post a Comment

Thank you very much.