google-site-verification: googlefee13efd94de5649.html পুরো বিশ্বে ২০১৫ সালের বেশি বিক্রিত ৫টি বই - তারুণ্যের কন্ঠস্বর

HeadLine

News Update :

Wednesday, January 6

পুরো বিশ্বে ২০১৫ সালের বেশি বিক্রিত ৫টি বই

২০১৫ সালের বেশি বিক্রিত ৫টি বই
পুরো বিশ্বে প্রচুর সাহিত্যিক রয়েছেন। এদের মধ্যে প্রত্যেকেই ভক্তদের কাছে জনপ্রিয়তার শীর্ষে। তাই তাদের মধ্যে সেরাজনকে আলাদা করা কঠিন কাজ। প্রতি বছর প্রত্যেকেরই প্রচুর উপন্যাস বের হয়। এবার তাদের মধ্য থেকে এমন ৫ জন সাহিত্যিকের উপন্যাস বেছে নেয়া হয়েছে যেগুলো ২০১৫ সালের সব থেকে বেশি বিক্রিত বই হিসেবে বিবেচিত।    
সাইলেন্ট স্ক্রিম 
অ্যাঞ্জেলা মারসন্সের এই উপন্যাসটি একটি ডিটেকটিভ উপন্যাস। যেখানে ৫ জন পরিচিত ব্যক্তিকে দিয়ে শুরু হল গল্প। একটি খুন বদলে দেয় ৫ জনের জীবন। খুনীকে ধরার রহস্যের মধ্যে দিয়ে লেখা এই উপন্যাসটি অত্যন্ত জনপ্রিয়তা পেয়েছিল সবার কাছে।
দ্য স্ট্রেঞ্জার 
আদর্শ সাসপেন্স গল্প পড়তে হলে অবশ্যই পড়ে ফেলতে পারেন হারলান কোবেনের এই উপন্যাসটি। অ্যাডাম নামে একটি লোকের অদ্ভুতভাবে নিজের প্রিয়জনদের কাছে অপরিচিত হয়ে ওঠার গল্প বলা হয়েছে এতে। জীবনের প্রথমে অ্যাডাম আমেরিকাতে স্বপ্নের বাড়ি, সুন্দরী স্ত্রী, ভালো চাকরির স্বপ্ন দেখলেও পরে তা বদলে যায়। নিজের স্ত্রীর সামনে একজন অপরিচিত হিসেবে এসে সে নিজের স্ত্রী সম্পর্কে অনেক কথাই জানতে পারে। যার ফলে খুলে যায় সমস্ত জট। সাসপেন্স স্টোরি হিসেবে বাজারে যথেষ্ট চাহিদা ছিল বইটির।   
লাকিয়েস্ট গার্ল অ্যালাইভ 
জেসিকা নলের লেখা প্রথম উপন্যাস হল লাকিয়েস্ট গার্ল। গল্পটি হল অ্যানি নামে একটি মেয়ের গল্প। যাকে স্কুলে পড়ার সময় সবাই ক্ষেপাত। কিন্তু তারপর সে নিজেকে পুরো বদলে ফেলে, এবং একে একে নিজের সমস্ত স্বপ্ন পূরণ করতে সক্ষম হয়। কিন্তু নিজের হবু স্বামীর কাছে ফেলে আসা জীবনে কথা প্রকাশ করতে চায়নি। এই নিয়েই তৈরি গল্পের প্লট। তবে প্রথম উপন্যাস হলেও যথেষ্ট খ্যাতি কুড়িয়েছিল বইটি।   
দ্য ইমমোর্টালস অফ মেলুয়া 
অমীশ ত্রিপাঠির শিব-ত্রয়ী কাহিনীর প্রথম উপন্যাস হল দ্য ইমমোর্টালস অফ মেলুয়া। কাহিনীটি কাল্পনিক দেশ মেলুয়ার। এই দেশের বাসিন্দারা কিভাবে শিব নামে এক যাযাবরের হাত থেকে যুদ্ধে রক্ষা পেয়েছিল, তাই নিয়েই গল্প। পাঠকের কাছে সব থেকে বেশি আকর্ষণীয় হল এই উপন্যাসের কাল্পনিক এবং পৌরাণিক গল্পের মেলবন্ধন।
ফাইভ পয়েন্ট সামওয়ান 
চেতন ভগতের অন্যান্য বইগুলির মতই বাজারে যথেষ্ট জনপ্রিয়তা লাভ করে এই বইটিও। সত্যি ঘটনার ওপর নির্ভর করে লেখা হয়েছে তাঁর প্রত্যেকটি বই। এমনকি বইয়ের প্লট নিয়ে বানানো হয়েছে সিনেমাও। তার গল্পের আরও একটি বিশেষত্ব হল এর সহজবোধ্য ভাষা। যা সকলের কাছেই বোধগম্য হবে।

No comments:

Post a Comment

Thank you very much.