google-site-verification: googlefee13efd94de5649.html এশিয়া কাপে বাংলাদেশ-ভারত যুগ্ম চ্যাম্পিয়ন ! - তারুণ্যের কন্ঠস্বর

HeadLine

News Update :

Sunday, March 6

এশিয়া কাপে বাংলাদেশ-ভারত যুগ্ম চ্যাম্পিয়ন !

মিরপুরে এখন ঝড়-বৃষ্টির তাণ্ডব। খেলা হওয়ার কোনো সম্ভাবনা খুবই ক্ষীণ। এমন অবস্থায় কী হবে? 
এই ম্যাচের জন্য কোনো রিজার্ভ ডে রাখা হয়নি। ফলে দুই ফাইনালিস্ট বাংলাদেশ ও ভারতকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হতে পারে।
এর আগের খবরে বলা হয় বাংলাদেশ-ভারত ফাইনালের আগে আক্ষরিক ঝড়ই বয়ে যাচ্ছে এখন মিরপুর এবং রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে। ঝড়ের ছোবলে মিরপুর স্টেডিয়ামে পিচ উড়ে যাচ্ছে। মাঠের কর্মীরা পিচ ঠিক রাখার জন্য যে কভার দিয়েছিলেন, সেগুলো রাখতে পারছেন না। সেইসাথে রয়েছে বৃষ্টি আর বজ্রপাত।
ক্রিকেটের সুপরিচিত ওয়েবসাইট ক্রিকইনফোর খবরে বলঅ হয়, ঝড় আর বজ্রপাতে মিরপুরে ফাইনাল দেখতে আসা দর্শকদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। অবস্থা এখন ভালো মনে হচ্ছে না।
এর ফলে ফাইনাল ম্যাচটি হতে পারবে কি না তা নিয়ে সন্দেহের সৃষ্টি হয়েছে।

No comments:

Post a Comment

Thank you very much.