google-site-verification: googlefee13efd94de5649.html Bangladeshi Democrecy - তারুণ্যের কন্ঠস্বর

HeadLine

News Update :

Wednesday, August 13

Bangladeshi Democrecy

হিন্দি গান শুনছেন স্ট্যাটাসে লিখে দিলেন – ” অমুক হিন্দি গানটি শুনছি । বাহ ! কি চমত্কার একটি গান  , গান না শুনলে বুঝা যাবে না ” , তখন আপনার ফেসবুক বন্ধুরা ঝাঁপিয়ে পড়লো এই গান যেভাবেই হোক সংগ্রহ করে শুনতে হবে , এটা কি এক ধরণের প্রচারণা নয় ? বিনা মূল্যে আপনি প্রচারণাটা করে দিলেন ।

ঠিক একইভাবে হিন্দি গানের লিংক শেয়ার করলেন , মুভির নাম শেয়ার করলেন । ভারতীয় বাংলা গান , মুভি , বই এসবের প্রচারণা করলেন । ভালো কথা , আপনার প্রোফাইলে আপনার যা ইচ্ছা করতে পারেন । কিন্তু আপনার এই খাম খেয়ালীটার ফলাফল দেখুন  , একটু ভাবুন , আপনার ফলোয়াররা হিন্দির প্রতি ঝোঁকে পড়ছে  ….আপনার মগজ দখল করছে হিন্দি ।বাংলা গানের প্রচারণা আমরা করি না , কারণ আজকাল নাকি ভালো বাংলা গান হয় না , ভালো বাংলা ফিল্ম হয় না । ফলে আমরা সবাই ভারত নির্ভর ।

ভালো কথা , দেখুন ভারতে আমাদের বাংলা চ্যানেলের খুব চাহিদা থাকা স্বত্তেও ভারত সরকার আমাদের সাথে কি সুন্দর টাল বাহানা করছে , বাংলাদেশী চ্যানেল সেখানে চলতে দেয়া  না ।  ফিডব্যাকের জনপ্রিয় কিছু গান নিয়ে জোয়ার নামের একটি এলবাম কলকাতা থেকে বের হয়েছিলো । এলবামটির প্রচুর কাটতি থাকা সত্ত্বেও মার্কেট থেকে সেই এলবাম তুলে নেয়া হয় । বাংলাদেশে ভারতের চ্যানেল চলছেই । আমরা পাখি ড্রেসের জন্যে আত্মহত্যা করছি । স্বামী  তালাক দিচ্ছি । ভারতীয় পোশাক আশাকে নিজেকে সাজাচ্ছি প্রতিনিয়ত ।  আমাদের চিন্তা চেতনায় আসছে ভারত । আমরা বিজয় দিবসেও কিন্তু হিন্দি গান বাজাচ্ছি , সেটাও মাইক ব্যবহার করে ।

আমাদের দেশে ভারতীয় লেখকগণের বই চলে । কিন্তু ভারতে ?

আমরা আম্মা আব্বা শিখি না এখন , শিখি মাম্মা পাপা । বোন বলি না , বলি বেহেনজি । সানি লিওনের খবর আমাদের দেশের শীর্ষস্থানীয় পত্রিকায় প্রকাশ হয় । সেখানে উল্যেখ করা হয় সে এখন থেকে সেরকম  ছবির বদলে এই ধরণের ছবিতে অভিনয় করবে । ( সেরকমের  ছবি যে কি সেটা আপনি আমার চেয়ে ভালো জানেন । )

দিনের পর দিন আমাদের কথা বলা , চলা ফেরা সবকিছুতে এখন আমরা ভারতীয় চ্যানেলের আদলে নিজেকে উপস্থাপন করতে ব্যস্ত হয়ে পড়ছি ।অনেকের অভিযোগ ভালো বাংলা গান হচ্ছে না , ভালো বাংলা ফিল্ম হচ্ছে না । আপনি আপনারা দেখি ভালো মন্দের বিচার খুব সুন্দর করে করতে পারেন , তাহলে এটা কি বুঝতে পারেন না ভারতীয় সংস্কৃতি কিভাবে আমাদের সংস্কৃতিকে  গ্রাস করছে ?  একটি সংস্কৃতি কিন্তু এভাবেই ধীরে ধীরে অন্য একটি সংস্কৃতিকে গ্রাস করে । একদিনে হুট করে গিয়ে জবর দখল করে না ।  এটা রাজ্য দখল নয় । এটা হচ্ছে মগজ দখল । মগজ দখল একটা continuous process   যা ভারত চালিয়ে যাচ্ছে আমাদের ওপর ।ওরা একটার পর একটা লোভনীয় জিনিস আমাদের দিকে ছুঁড়ে   দিচ্ছে আর আমরা তা লুফে নিচ্ছি । কিংবা জোর করে আমাদেরকে গিলতে বাধ্য করছে । আমরা ধীরে ধীরে আমাদের স্বকীয়তা হারাচ্ছি  ।

এবার ভাবুন এই সাংস্কৃতিক আগ্রাসনের সুদূর প্রসারী ফলাফল কি হতে পারে । আজ আপনার কাছে যে জিনিস ভালো লাগছে । আপনি আপন করে নিচ্ছেন । কাল কিন্তু ছুঁড়ে ফেলতে পারবেন না । কাল সেটা আপনার বাচ্চা কাচ্চার হাতে সোপর্দ করবেন । ভালোবেসে । ফলে আপনার প্রিয় বাংলা হারিয়ে যাবে । আপনার নিজের সংস্কৃতি হারিয়ে যাবে । আপনি হয়তো অঢেল সম্পত্তি রেখে যাবেন আপনার পরবর্তী প্রজন্মের জন্যে কিন্তু স্বকীয়তা রেখে যেতে পারবেন না । রেখে যাবেন ভারতের কাছ থেকে ধার করে নিয়ে আসা সংস্কৃতি । নিজের identity থাকবে না ।এবার ভাবুন , আপনার পরবর্তী প্রজন্মকে আপনি কিভাবে ফকির করছেন । কি দিয়ে যেতে চান ?

No comments:

Post a Comment

Thank you very much.