google-site-verification: googlefee13efd94de5649.html কথা দিয়ে কথা না রাখা - তারুণ্যের কন্ঠস্বর

HeadLine

News Update :

Thursday, August 21

কথা দিয়ে কথা না রাখা



মানুষ কেন কথা দিয়ে কথা রাখে না । মানুষ কিভাবে এতো মিথ্যাবাদী , চতুর, ঠকবাজ, ধূর্ত এবং মুনাফিক হতে পারে তা আমার আগে জানা ছিলো না । কাউকে বন্ধু বা শুভাকাঙ্ক্ষী হিসাবে গন্য করলেই সে আমাকে পেয়ে বসে আর মনে - প্রানে, ধ্যানে- জ্ঞ্যানে সারাক্ষন ফন্দি আটে কিভাবে আমাকে ছলচাতুরী করে ঠকাবে ।
এই সব বন্ধু বা শুভাকাঙ্ক্ষীর চেয়ে হাজার হাজার গুন শ্রেয়, যাদেরকে আমি স্নেহ বা ছোট ভাই হিসাবে কাছে টানি , তাদের মাঝে হয়তোবা ছেলেমানুষি স্বভাবটা থেকে যায় । তারপর ও আমি মনে করি ওইসব বন্ধু বা শুভাকাঙ্ক্ষী অপেক্ষা অধিকতর নিরাপদ। কেননা অন্ততপক্ষে এরা মিথ্যা, চতুরতা, ভন্ডামী, ঠকবাজি, ধূর্ততামি এবং মুনাফিকি করবে না ।
খুব সহজেই এইসব বন্ধুরূপী ঠকবাজরা চোখে কালো চশমা লাগাতে পারে । এরা মনে করে সাময়িকভাবে আমাকে সমস্যায় ফেলতে পারাটাই একটা বিশাল জয় । এরা বন্ধুত্বের আড়ালে মেতে উঠে ফয়দা হাসিলের চক্রান্তে ।
ধিক !! এইসব বন্ধুত্বকে , যে বন্ধুত্ব কেবল ফয়দা হাসিলের জন্য করে থাকে এই সব মিথ্যাবাদীরা ।

No comments:

Post a Comment

Thank you very much.