উইন্ডোজ এক্সপি স্ট্রাট হওয়ার সময় এমন কিছু কিছু সার্ভিস অটোম্যাটিক্যালি স্ট্রাট হয়ে যায় যেগুলো আমাদের অনেকেরই কাজে লাগে না। আবার এমন সার্ভিসও আছে যেগুলো ছাড়া আমাদের কম্পিউটার একেবারেই অচল। আর এটা স্বাভাবিক কথা যে যদি সার্ভিস বন্ধ থাকে তাহলে উইন্ডোজের উপর চাপ কমে যায় এবং গতি বৃদ্ধি পায়। তবে এখন বর্ণনা সহ আমি আপনাদের কিছু সার্ভিসের কথা বলছি যেগুলো কাজ কি এবং বন্ধ কররে আপনাদের কোন সমস্য হবে কি না। আর হ্যা একটা বিষয় কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন যেন প্রয়োজনীয় কোন সার্ভিস বন্ধ হয়না। আমাদের টিউনারদের মধ্যে এমন অনেকেই আছেন যাদের বিষয়টি জানা। তাদেরকে বলি, কোন ভুল থাকলে সংশোধন করে দিবেন।
যেভাবে বন্ধ করবেন
যায়হোক আগে কিভাবে সার্ভিস বন্ধ করবেন সেটা জানায়। যে কোন সার্ভিস বন্ধ করার জন্য আপনাকে প্রথমে যেতে হবে সার্ভিস ম্যানেজারে।
- সার্ভিস ম্যনেজার এ যাওয়ার জন্য Start -> Run এ services.msc লিখে এন্টার দিন। এখন যে সার্ভিসটি বন্ধ করতে চান সেই সার্ভিসের উপর ডাবল ক্লিক করুন। Startup Type: Disabled নির্বাচন করে Apply দিন। ব্যাস আপনার সার্ভিসটি বন্ধ।
- অথবা Start -> Run এ msconfig লিখে এন্টার করুন, services ট্যাবে যেয়ে কাঙ্খিত সার্ভিসকে আনচেক করে এ্যপ্লাই করুন এবং রিস্ট্রাট দিন।
অপ্রয়োজনীয় কিছু সার্ভিস
- Error Reporting Service: Error Reporting Service এমন একটা সার্ভিস যেটার মাধ্যমে উইন্ডোজের কোন ভুল হলে মাইক্রোসফট এর ওয়েব সাইটে সেই ভুলটা সেন্ড হয়ে যায় এবং তারা ব্যবস্থা নেই। যাদের পিসিতে ইন্টারনেট সংযোগ নেই তারা এই সার্ভিসটি বন্ধ করে দিতে পারেন। কারণ যাদের ইন্টারনেট সংযোগ নেই তাদের Error Report sending এর কোন কাজেই আসেনা।
- Automatic Updates:এই সার্ভিসের কাজ হল ইন্টারনেটের মাধ্যমে মাইক্রোসফটের সার্ভার থেকে অপারেটিং সিস্টেম কে সব সময় আপ টু ডেট রাখা। আপনার পিসি যদি ইন্টারনেটে সংযুক্ত না থাকে তাহলে এটার কোন কাজ নেই। যাদের পিসিতে ইন্টারনেট সংযোগ নেই তারা এই সার্ভিসটি বন্ধ করে দিতে পারেন।
- Wireless Zero Configuration: ওয়্যারলেস নেটওয়ার্ক ব্যবহারকারী ছাড়া বাকি সবাই বন্ধ করে দিন।
- Windows Image Acquisition: পিসির সাথে স্ক্যানার না থাকলে প্রয়োজন নেই।
- Remote Registry: আপনার পিসিতে Remote Registry চালু থাকলে বন্ধ করে দিতে পারেন।
- System Restore Service: বর্তমানে অনেক রিকোভারী সফটওয়ার আছে। ফলে System Restore Service এর কোন দরকারই পরে না।
- Themes: যারা শুধু কম্পিউটারকে কাজ করাতে চান সৌন্দর্য্যের কোন দরকারেই ফেলেন না তারা এই সার্ভিস বন্ধ করে দিতে পারেন। এটা করলে উইন্ডোজ ক্লাসিক এর মত হয়ে যাবে।
- Print Spooler: এটা সাধারণত প্রিন্টের জন্য ব্যবহার করা হয়। যাদের পিসিতে প্রিন্টার নেই তারা এই সার্ভিস বন্ধ করে দিতে পারেন।
- Messenger: এখন প্রায়ই যাদের ইন্টারনেট আছে তারা ইয়াহু ম্যাসেন্জার ব্যবহার করেন। যারা তাই করেন তাদের Messenger সার্ভিস চালু রাখার দরকার নেই।
- Windows Firewall: আজ পর্যন্ত Windows Firewall কোন কাজে আসেনি। শুধু ঝামেলায় করেছে শেয়ারিংয়ে। সুতারাং নির্দীধায় এই সার্ভিস বন্ধ করতে পারেন।
- Internet Connection Sharing: যাদের ইন্টারনেট আছে কিন্তু ল্যান ব্যবহার করেন না। তাদের জন্য এই সার্ভিসের কোন দরকারই পরে না। আর যাদের নেট নেই তারা তো বন্ধ করবেনই।
- Help and Support: আর কেউ কি করে যানিনা। তবে আমি Help and Support থেকে অনেক হেল্প পেয়েছি। তবে যারা পাননি তারা তো এমনিতেই এটার উপর রেগে আছেন। যদি তাই হয় বন্ধ করে দিন।
- IMAPI CD-Burning COM: সিডিরোম বিহীন পিসি কমই দেখা যায়। সুতরাং বুঝতেই পারছেন এটা কাদের জন্য। যাদের সিডিরোম নেই তারা এটা বন্ধ করতে পারেন।
- Event Log: এটার ব্যবহার অনেকেই জানেন না। যারা জানেন না তারা এটা ব্যবহার করতে পারেন। কেউ জানলে আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন প্লিজ।
- এছাড়াও আপনি c-cleaner, registry cleaner ইত্যাদি সফটওয়ার দিয়ে আপনার কম্পিউটারের আবর্জনা পরিষ্কার করে পিসিকে ১০০% পরিষ্কার রাখতে পারেন।
সহজেই পিসির Shutdown এবং Reboot গতি বৃদ্ধি করুন। (update)
এর চেয়ে দ্রুত পিসি Shutdown , Restart , Standby সম্ভব না
আমরা গত এক পোষ্টে পিসি দ্রুত shutdown এর সম্পর্কে জেনেছি । কিন্তু এর চেয়েও ১০x দ্রুত পিসি Shutdown , Restart , Standby করা সম্ভব । প্রথমে ctrl + alt + del একসাথে চাপুন । Windows task manager আসবে । সেখানে shutdown অপসনে ক্লিক করুন । সেখানে Shutdown , Restart , Standby তিনটি অপসন পাবেন এখন যদি পিসি shutdown দিতে চান তাহলে Ctrl চেপে Turn Off এ ক্লিক করুন দেখুন ২ সেকেন্ডের মধ্যে পিসি shutdown হবে ।
!!! রেজিষ্ট্রেশন ছাড়াই সম্পূর্ণ ফ্রি পিসি-টু-মোবাইল কল !!!
রেজিষ্ট্রেশন ছাড়াই পুরোপুরি ফ্রি আপনার পিসি থেকে মোবাইলে কল করতে চান। হ্যাঁ সম্ভব। কেবল মাত্র নাম্বার টাইপ করুন। আর ডায়াল বাটনে ক্লিক করুন। ফোন পৌঁছে যাবে আপনার কাংখিত ব্যক্তির নিকট। কোন জটিল ব্যাপার নয় কেবল আপনার ব্রাউজারের এড্রেস বারে গিয়ে http://www.evaphone.com টাইপ করে এন্টার প্রেস করুন। মোবাইল নাম্বার টাইপ করার বক্স আসবে। এখানে কাংখিত নাম্বার টাইপ করুন যেমন 88011994429xx । এবার ডায়াল বাটনে ক্লিক করুন।
তবে দু:খের বিষয় হচ্ছে দৈনিক একটার বেশী কল করতে পারবেন না। তবুও মাগনা পাইলে আলকাতরাও ভালা।
উইন্ডোজের জন্য কিছু প্রয়োজনীয় টিপস
ডেস্কটপ থেকে রিসাইকেল বিন অপসারণ করা
যদি ডিলিট করা ফাইলকে স্টোর করার জন্য রিসাইকেল বিন ব্যবহার করতে না চান, তাহলে এর ডেস্কটপ আইকনকে সম্পূর্ণভাবে দূর করতে পারেন নিচে বর্ণিত ধাপগুলো অনুসরণ করে :
- Start->Run-এ গিয়ে regedit টাইপ করে এন্টার প্রেস করলে রেজিস্ট্রি এডিটর ওপেন হবে।
- এবার HKEY_LOCAL_MACHINE/ SOFTWARE/Microsoft/Windows/ CurrentVersion/explorer/Desktop/NameSpace -এ নেভিগেট করুন।
- ডান দিকের প্যানে Recycle Bin স্ট্রিং-এ ক্লিক করুন।
- Del-এ ক্লিক করে ওকে করুন।
রিসাইকেল বিন রিনেম করা
আমরা অনেকেই রিসাইকেল বিনে ডেস্কটপ আইকনের নাম পরিবর্তন করতে চাই। আর এ কাজটি সম্পন্ন করা যায় নিচে বর্ণিত ধাপগুলো অনুসরণ করে :
- Start->Run-এ গিয়ে regedit টাইপ করে এন্টার চাপলে রেজিস্ট্রি এডিটর ওপেন হবে।
- এবার HKEY_CLASSES_ROOT/ CLSID/{645FF040-5081-101B-9F08-00AA002F954E} - এ নেভিগেট করুন।
- এবার Recycle Bin -এর নাম পরিবর্তন করে আপনার কাক্সিক্ষত নাম দিন কোটেশন চিহ্ন ছাড়া।
উইন্ডোজ এক্সপিতে হিডেন বা সিস্টেম ফাইল সার্চ করা
বাই ডিফল্ট Search -এর সহযোগ হিডেন বা সিস্টেম ফাইল সার্চ করা যায় না। কারণ, এই ফাইলগুলো খুঁজে পাওয়া যায় না, যদিও সেগুলো ড্রাইভে থাকে। উইন্ডোজ এক্সপিতে হিডেন বা সিস্টেম ফাইল খুঁজে পেতে চাইলে নিচে বর্ণিত ধাপগুলো সম্পন্ন করুন :
- Start->Search->All files and folders-এ ক্লিক করুন।
- এরপর More advanced অপশনে ক্লিক করুন।
- Search system folders এবং Search hidden files and folders চেকবক্সে ক্লিক করুন হিডেন ফাইল বা ফোল্ডার সিলেক্ট করার জন্য।
- সংগ্রহ- কম্পিঊটার জগত
No comments:
Post a Comment
Thank you very much.