চাই কথা বলার স্বাধীনতা ।
চাই স্বপ্ন দেখার স্বাধীনতা ।
অন্ন বস্ত্রে বাচঁতে চাই খোলা আকাশের নিচে হলেও
অভিযোগ নাই ।
চাঁদনী রাতে স্বপ্ন সাজাই পূব আকাশের সূর্যের সাথে
যেন দেখা পাই ।
কোনো অভিযোগ নাই |
ভয় নাই বুকে পাড়ি দিতে ঢেউ জাগা ওই সাগর
তাজা খুন অনুরণ প্রতিটি কণায় জেগে থাকে অসময় স্বপ্ন ছায়ায়
চাই চাকরী চাই | চাই বাচঁতে চাই |
কোনো অভিযোগ নাই | অন্য বস্ত্রে বাচঁতে চাই |
যারা আজ কর্ণধার , এ জাতির কিংবা আমার
তাদেরকে জানাই আর রক্ত নাই এ দেহে আর |
রক্ত চুষা এবার বন্ধ করো নাহয় চাই আরেকটা একাত্তর ।
তোমরা তৈরী থেকো ।
পেছনে যাবার আর জায়গা নাই
দেয়াল ভেঙ্গে আর পেছানোর কোনো যুক্তি নাই ম
জলুম জনতা দিবে এবার ডাক চল ঘুরে দাঁড়াই |
তবু কোনো অভিযোগ নাই |অন্ন বস্ত্রে বাচঁতে চাই |
রক্তের রাজনীতি চাইনা আর সংসদে গালাগালির সুখাচার
বন্ধ করো এইসব অনাচার কোনো অভিযোগ নাই |
অন্ন বস্ত্রে বাচঁতে চাই |

সম্মানে যাদের মাথা আকাশ ছুঁয়ে যায় আমি তাদের শুধাই -
টিন চুরি তেল চুরি'র খবর প্রতিদিন পাই
আমার জমির সোনালী ফসল তোমার গুদামে পাঠাই
তোমার বাড়ি বিরাট মহল আমার ঘরে খাবার নাই ।
ডাক দিয়ে যায় জাহান ঘুমিয়ে আছে যারা আধমরা
অনাহারে অবহেলায় সর্বহারা
ডাক দিয়ে যাই এবার তোরা দাঁড়া
চাবুক কেঁড়ে নে বন্ধ হবে আঘাত বন্ধ হোক রক্ত ঝরা
সর্বহারা ঘুরে দাঁড়া আজ অধিকার আদায়ের দিনে অভিযোগ না আর
কোনো অভিযোগ নাই |অন্ন বস্ত্রে বাচঁতে চাই |
জাহান 
-------------------------------------
03:14 A.M
08/12/11
https://www.facebook.com/puzzle.jahan


https://www.facebook.com/puzzle.jahan/note/comment
ReplyDelete