google-site-verification: googlefee13efd94de5649.html সাইফের নকশা ওয়ার্ডপ্রেসের নির্বাচিত তালিকায় - তারুণ্যের কন্ঠস্বর

HeadLine

News Update :

Thursday, September 11

সাইফের নকশা ওয়ার্ডপ্রেসের নির্বাচিত তালিকায়

বিশ্বের অন্যতম জনপ্রিয় কনটেন্ট ব্যবস্থাপনা সফটওয়্যার ওয়ার্ডপ্রেসের নির্বাচিত ১৫ নকশার (থিম) মধ্যে জায়গা করে নিয়েছে বাংলাদেশের এস এম সাইফ রহমানের তৈরি একটি থিম। নির্দিষ্ট সময় পর পর ওয়ার্ডপ্রেসের নকশা পর্যালোচনা দল সেরা ১৫ থিমকে ‘ফিচার্ড’ হিসেবে নির্বাচন করে। চলতি ফিচার্ড তালিকায় ডি ফাইভ ক্রিয়েশনের প্রধান নির্বাহী এস এম সাইফ রহমানের তৈরি ‘সিমপ্লিফাই’ থিমটি স্থান পেয়েছে। ডি ফাইভ ক্রিয়েশন নামেই থিম তৈরি করে প্রকাশ করেন সাইফ। বিনা মূল্যে পাওয়া থিমটি গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত এক লাখ এক হাজারবার নামানো হয়েছে।



মূলত নকশা, স্ট্যান্ডার্ড কোডিং, নিরাপত্তা ইত্যাদি দিক বিবেচনায় এনে ওয়ার্ডপ্রেস কর্তৃপক্ষ ফিচার্ড নকশা নির্বাচন করে। এ ক্ষেত্রে শুধু জনপ্রিয়তাই মানদণ্ড নয়। এস এম সাইফ রহমান গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, ‘এটা আমাদের জন্য আরেকটি বড় অর্জন। ডি ফাইভ ক্রিয়েশনের ৩৭টি নকশার মধ্যে ১৬টি নকশা ওয়ার্ডপ্রেসের অনুমোদন পেয়ে শীর্ষ তালিকায় আছে। এ ছাড়া সারা বিশ্বে দুই লাখ ৫০ হাজারেরও বেশি ওয়েবসাইট আমাদের তৈরি নকশায় চলছে।’ এর আগে এ থিমটি গত বছর ওয়ার্ডপ্রেসের সেরা ১০ থিমের তালিকায় জায়গা করে নেয়। থিমটি বিনা মূল্যে নামানো যাবে (http://wordpress.org/themes/simplify) ঠিকানার ওয়েবসাইট থেকে।

No comments:

Post a Comment

Thank you very much.