
(তবে তাহের সাহেব নিহত হবার পর তিনি এখন আওয়ামী লীগের ট্র্যাজিক হিরো )
তাহের/জলিল/জিয়া ছিলেন সেক্টর কমান্ডার ।একে খন্দকার ছিলেন সামরিক পদবীর দিক থেকে দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যাক্তি
বঙ্গবীর কাদের সিদ্দিকী /কর্ণেল অলি আহমেদ বীর বিক্রম /সাদেক হোসেন খোকা বীর প্রতীক/ মেজর হাফিজ বীর প্রতীক এরাও সবাই রাজাকার্।
ওইদিকে আবার তাজউদ্দীন সাহেবের মেয়েকে "মুসলিম ব্রাদার" হুডের এজেন্ট হিসেবে বর্ণনা করা হইছে । মেয়ে "মুসলিম ব্রাদারহুড হইলে বাপেও নিশ্চয়ই আইএসআই ছিলো।
এমএজি ওসমানীও বাকশাল গঠন করার পর পদত্যাগ করছিলেন ।ভাসানী ছিলেন মুজিবের কট্টর সমলোচক ।অতএব এরাও রাজাকার
সবাই রাজাকার । তাইলে মুক্তি যুদ্ধটা করলো ক্যাডা ?
তাহলে কি - বটতলার উকিল, গাজা মহসিন, বলদ সৈয়দ আশরাফ, রাবিশ মুহিত, কুত্তা ইনু, ডুগডুগি মতিয়া, পাগলা হাসান আরো অনেকে,,, মুক্তিযুদ্ধ করেছে ?,,,,,,,, আমরা তোমাদের ভুলব না ! নাকি -
যুদ্ধ করেছে মজিব কাকু পাকিস্তান কারাগার থেকে তার মেয়ে হাছিনা লন্ডন থেকে আর ছাত্রলীগ যুবলীগ যুদ্ধ করেছে বাপ দাদার গল্প থেকে ??? ওহ হো !! মমতাজও সাথেই ছিল গান গেয়ে আর নাচ দেখিয়ে উনাদের অনুপ্রেরণা করার কাজে। বিশেষ করে যুদ্ধ করেছে বীর শেষ্ঠ শেখ কামাল জামাল রাসেল রেহেনা হাসিনা ও বংগমাতা । পাকিস্তান সরকারের কাছ থেকে মাসিক মাসোহারা নিয়ে ওরা করেছে আসল মুক্তিযুদ্ধ । এই হলো আওয়ামীলীগের মুক্তিযুদ্ধের ইতিহাস !!
সত্যিকার অর্থে আওয়ামী লীগ হলো মুক্তিযোদ্ধা তৈরির মেশিন । এই মেশিন দ্বারা বাংলাদেশের কুখ্যাত রাজাকারদের ও মুক্তিযোদ্ধা বানানো হয় ।
লিংকঃ BD Nationalist - বিডি ন্যাশনালিষ্ট


No comments:
Post a Comment
Thank you very much.