google-site-verification: googlefee13efd94de5649.html তোমার হৃদয় ছুঁয়ে দিতে ----ভালোবাসি - তারুণ্যের কন্ঠস্বর

HeadLine

News Update :

Tuesday, September 23

তোমার হৃদয় ছুঁয়ে দিতে ----ভালোবাসি

ভালোবাসি কোমল স্নিগ্ধতায় তোমার হৃদয় ছুঁয়ে দিতে
স্বপ্নের রংতুলি'তে তোমাকে এঁকে এঁকে,





ভালোবাসি কোমল স্নিগ্ধতায় তোমার হৃদয় ছুঁয়ে দিতে
স্বপ্নের রংতুলি'তে তোমাকে এঁকে এঁকে
সময়কে সময়ের হাতে তুলে দিয়ে
তোমার গোলাপী ঠোঁটে আমার প্রেমের পাহাড়ী
আঁকা বাঁকা পথ চলতে ...

ভালোবাসি ভোরের নরম আলোয় তোমার অলস চোখে
চোখ রেখে আমার পৃথিবীকে আলোকিত করতে ;
তোমার কন্ঠে ভোরের পাখির গান শুনে
আমার দিনের ব্যস্ততাকে সঙ্গী করে নিতে ....

ভালোবাসি তোমার হৃদয়ে হৃদয় রেখে
তোমায় ভালোবাসতে ...



ভালোবাসি  
-----------------------------
PuZzle Jahan
০৫.৩৩ ভোর
২০.০৯.২০১৪



Like · · Get Notifications · Share







No comments:

Post a Comment

Thank you very much.