অনেক কিছুই বলার থাকে , অনেক কিছু ।
কত কথাই বলে যাই, গোপন করে রাখি না কিছু ।
কথার বাঁকে প্রেমের ফাঁকে প্রেম করে যাই
ভালোবাসা তোমায় দিলেম , তোমার তরে
সব -কিছু ।
তুমিই আছো আমার ধ্যানে , কাজে এবং সকল গানে
তোমার নামেই ডাক দিয়ে যাই নীল বেদনা হাওয়ায় উড়াই ,
হৃদয় মাঝে জমিয়ে রাখি রক্তগোলাপ ভালোবাসা
তোমায় দিবো , সব-কিছু ।
ঘুম কাতুরে দু'চোখ আমার স্বপ্ন হয়ে ছুঁয়ে যাও
মন ভরে না ভালোবেসে চোখ খুলেছি একটু দাঁড়াও ,
তোমার জন্যে ঘুমের গল্প ,কল্পনাতেই তোমায় পাবো
অল্প স্বল্প ভালোবেসো ; দিয়ে দিবো তোমায় আমি
জমিয়ে রাখা সব-কিছু ।
অনেক কথায় বলার থাকে , অনেক কিছু ।
আজকে তোমায় বলে দিবো সবকিছু ।
সব-কিছু
---------------------------
PuZzle Jahan ![]()
০৬:১১ ভোর
২১.০৯.২০১৪
ব্রাডফোর্ড ,ইংল্যান্ড।



No comments:
Post a Comment
Thank you very much.