google-site-verification: googlefee13efd94de5649.html অপ্রকাশিত ভালোবাসা - তারুণ্যের কন্ঠস্বর

HeadLine

News Update :

Wednesday, September 3

অপ্রকাশিত ভালোবাসা

PuZzle Jahan




( Lyric )





 

সময়ে অসময়ে ভালোবাসার দাবি নিয়ে



তোমার সামনে দাঁড়িয়ে




তোমার ওই দু'টি চোখে চোখ রেখে


সবকিছু যাই ভুলে ....









কতো কথা বলার আছে তোমাকে

কতো যত্নে তোমায় রেখেছি এই হৃদয়ে

ভালোবাসা জমা আছে শুধু তোমার জন্যে

সবকিছু তোমাকে বলে দিবো আজ

ভেঙ্গে চুড়ে আমার যতো লাজ

তোমার সামনে দাঁড়িয়ে

তোমার ওই দু'টি চোখে চোখ রেখে

সবকিছু যাই ভুলে ....

সারাদিন সারারাত তোমার কথা ভেবে

তোমাকে নিয়ে স্বপ্ন বুনে

তোমার ওই কালো চুলের আঁধারে ভালোবাসা খুঁজে

তোমাকেই ভালোবেসে এ হৃদয় পুঁড়ে যায়

তোমার প্রেমানলে

তোমার সামনে দাঁড়িয়ে

তোমার ওই দু'টি চোখে চোখ রেখে

সবকিছু যাই ভুলে ....

 

আমার ইচ্ছে করে হৃদয়ের কথা বলি তোমাকে

ভালোবাসার পৃথিবী তোমাকে নিয়ে

গড়েছি এই বুকে খুব যতনে

তোমার সামনে দাঁড়িয়ে

তোমার ওই দু'টি চোখে চোখ রেখে

সবকিছু যাই ভুলে ....




 https://www.facebook.com/puzzle.jahan?fref=nf

PuZzle Jahan 





 ০৩:০৫ রাত




০৩.০৯.২০১৪

No comments:

Post a Comment

Thank you very much.