আমাদের গ্রুপের নিয়মগুলো
→→→→→→→→→→→→→→→→→→→→→→→→→→→→→→→→ ® Shilpi Rahman™

প্রিয় গ্রুপ সদস্য,
আমাদের গ্রুপের নিয়মগুলো কমবেশি সবাই জানেন, গ্রুপের রুলস এ বলা আছে আপনারা সবাই ফ্রেম বাংলাদেশের এডমিন , রুলস ভঙ্গ করলে আর সেটা আপনাদের নজরে এলে তা এডমিন প্যানেল কে জানানো টা " বাধ্যতামূলক না তবে সামাজিক বন্ধন" , অনেকের নজরে নিয়ম এর বাইরে কোন পোস্ট , আজে বাজে ভিডিও। কমার্শিয়াল এড, তারিখ বিহীন ছবি ইত্যাদি আপনাদের নজরে আসে, কিন্তু কিভাবে সেই অনিয়মগুলোকে এডমিন প্যানেলে উত্থাপন করা যেতে পারে সেটা অনেকের না জানার কারনে আমরা এর বিরুদ্ধে ব্যাবস্থা নিতে পারি না, । সব কন্টেন্ট বা ছবির একদম ডানে (রাইট সাইডে) একটা ডাউন অ্যারো আছে, সেটা ক্লিক করলে সেখানে আপনাকে আরও কিছু অপশন দিবে যেমন “ রিপোর্ট টু এডমিন ” এগুলোর মধ্যে একটি , আপনি সেই অপশনে রিপোর্ট করলে , সাথে সাথে আপনার রিপোর্টটা আমাদের এডমিন প্যানেলে চলে আসবে। কিন্তু যার ছবির বিরুদ্ধে আপনি রিপোর্ট করছেন তিনি আপনার নাম জানতে পারবেন না। এতে করে আমাদের এডমিনগন সেই আজেবাজে কন্টেন্ট গুলো কে ডিলিট করে ও্য়ালটা সুন্দর রাখতে পারে। আমাদের অনেকের, সন্তান , স্ত্রী/ স্বামী বা নিকট আত্মীয়স্বজন আমাদের সাথে গ্রুপে ছবি শেয়ার করেন। আশা করি আপনি চাইবেন না , একটা বাজে কন্টেন্ট (ছবি / ভিডিও) তাদের নজরে পরুক। আর একজন বিবেকবান মানুষ এমন কন্টেন্ট দেখে পাস কাটিয়ে যেতে পারেন না, আসুন আমরা আমাদের সন্তান বা আত্মীয়স্বজনকে এসব বাজে জিনিস দেখা থেকে মুক্ত রাখার জন্য |

নিম্নের নিয়ম অনুসরণ করে এডমিন কে রিপোর্ট করি » » »
১। কন্টেন্ট এর একদম ডান দিকে যান
২। একটা ডাউন অ্যারো আছে সেটা ক্লিক করুন ,
৩। কিছু অপশন আপমাকে সাহায্য করবেন ,
৪। এর মাঝে “রিপোর্ট টু এডমিন” এই অপশনে ক্লিক করুন ,
৫। আপনার রিপোর্ট টি আমাদের কাছে চলে আসবে,


No comments:
Post a Comment
Thank you very much.