google-site-verification: googlefee13efd94de5649.html অদ্ভুত যত আইন ! - তারুণ্যের কন্ঠস্বর

HeadLine

News Update :

Thursday, September 4

অদ্ভুত যত আইন !

পৃথিবীর বিভিন্ন দেশে অদ্ভুত কিছু আইন-কানুন রয়েছে। এইসব আইনের অনেকগুলোই করা হয়েছে বহু বছর আগেই। কিন্তু সময়ের সাথে সাথে পরিবর্তন করা হয়নি বলে যুগের সাথে মানানসই নয় সেইসব আইন। তাছাড়া অনেক আইন আবার করা হয়েছিল বিচিত্র কারণে। যেগুলো এখন অদ্ভুত শোনায়। জেনে নিন বিশ্বের বিভিন্ন জায়গার এমনিই কিছু অদ্ভুত আইন-কানুনের কথা।


কলোরাডোয় যৌক্তিক কোনো কারণ না দেখিয়ে বৃষ্টির পানি সংগ্রহ করা এক ধরনের চুরি। প্রতারণা অথবা ছিনতাইয়ের পর্যায়ে পড়ে।

হংকং-এ স্ত্রী পরকীয়া করলে স্বামী তাকে খুন করতে পারে। তবে শর্ত একটাই খুন করতে হবে খালি হাতে।

ইলিনয়িসে শীতকালে কোনো বাচ্চা জমে থাকা তুষার দিয়ে বল বানিয়ে গাছের দিকে ছুড়তে পারবে না।

কলাম্বিয়ায় মেয়ের বাসর রাতে তার মায়ের উপস্থিতি বাধ্যতামূলক।

গুয়ামে (আমেরিকা) কোনো কুমারী মেয়ে বিয়ে করতে পারে না। অঙ্গরাজ্যটিতে কিছু পেশাদার পুরুষ আছে যারা অর্থের বিনিময়ে কুমারীত্বের অভিশাপ মোচন করে। পরে তাদের দেয়া সনদ মোতাবেকেই বিবাহ সম্পন্ন হয়।

ইন্ডিয়ানায় রোববারে গাড়ি বিক্রি করা আইনত দণ্ডনীয়।

জাপানে কোনো মেয়েকে প্রণয়ের প্রস্তাব দিলে আইন অনুসারে মেয়েটি না করতে পারবে না।

আরকানসাসে মাসে একবার বউ পেটানো যাবে। এটাই আইন। দুই বার পিটালেই দণ্ড!

নেভাদায় বউ পেটানো ধরা পড়লে আইন অনুসারে তাকে আট ঘণ্টা বেঁধে রাখা হবে। তার বুকের মধ্যে একটা পোস্টার সেঁটে দেওয়া হবে, ওয়াইফ বিটার বা বউ পেটানো বিশেষজ্ঞ।

থাইল্যান্ডে ত্রিশ বছরের বেশি বয়সী অবিবাহিত নারীরা দেশের সম্পত্তি হিসেবে গণ্য হবে।

অ্যারিজোনায় সাবান চুরিতে ধরা পড়লে তার শাস্তি হলো ওই সাবান দিয়েই নিজেকে ধুতে থাকবে যতক্ষণ না সাবান পুরো শেষ হয়।

ওকলাহোমাতে কুকুরকে মুখ ভেংচি দিলে গ্রেপ্তার হতে পারেন।

সল্টলেকে কাগজের ব্যাগ অথবা ভায়োলিন হাতে রাস্তায় হাঁটা অবৈধ।

টেক্সাসের ডেভন-এ খালি গায়ে ফার্নিচার বানানো নিষিদ্ধ।

মন্টানার বোজেমান-এ সূর্যাস্তের পর বাড়ির সামনের উঠানে সবধরনের যৌন আবেদনময় আচরণ নিষিদ্ধ করা আছে।

যুক্তরাষ্ট্রে ফ্লোরিডায় কেউ জনসম্মুখে কেউ ফিতাবিহীন গাউন পরলে জরিমানা করা হয়।

দক্ষিণ ক্যালিফোর্নিয়াতে রোববার স্ত্রীকে প্রহার করা নিষেধ।

নিউইয়র্কে উঁচু দালান থেকে লাফিয়ে পরার শাস্তি হলো মৃ্ত্যুদণ্ড।

ক্যালিফোর্নিয়ার সানফ্র্যান্সিস্কোতে ব্যবহৃত আন্ডারওয়্যার দিয়ে গাড়ি মোছা নিষিদ্ধ।

ফ্র্যান্সে ইটি (Yeti)-র পুতুল বিক্রি করা নিষিদ্ধ। আইন অনুযায়ী ফ্রান্সে মানুষের আকৃতি ছাড়া অন্য কোনো পুতুল বিক্রি করা যায় না।

সৌদি আরবের জেদ্দায় ১৯৭৯ থেকে নারীদের জন্য হোটেলের সুইমিংপুল ব্যবহার করা নিষিদ্ধ করা হয়েছে।

সামোয়া'তে স্ত্রীর জন্মদিন ভুলে যাওয়াটা অপরাধ হিসেবে গণ্য করা হয়।

ইংল্যান্ডে পার্লামেন্ট হাউজে মারা যাওয়া আইনে নিষিদ্ধ।

ইংল্যান্ডে রানীর ছবি সংবলিত স্ট্যাম্প উল্টা করে লাগানো নিষিদ্ধ।

যুক্তরাষ্ট্রের টেক্সাসে খালি পিস্তল দিয়ে কাউকে ভয় দেখানো বেআইনি।

অস্ট্রেলিয়ায় খাওয়ার জন্য পালিত হচ্ছে এমন পশুর নামকরণ করা বেআইনি।

পর্তুগালে সমুদ্রে মূত্রত্যাগ করাকে আইন করে নিষিদ্ধ করা হয়েছে।

মন্টানাতে ফোনবুক মাঝখান দিয়ে ছিঁড়ে ফেলা নিষিদ্ধ করা আছে।

আরকানসাস এ কোনো নারীর দ্বিতীয় বিয়েতে সাদা গাউন পরা নিষিদ্ধ।

অস্ট্রেলিয়ার ভিক্টরিয়াতে রোববার মধ্যবেলার পর গাঢ় গোলাপি কালারের প্যান্ট পরা নিষিদ্ধ।

ক্যান্টাকিতে পকেটে কোনো আইসক্রিম বহন করা আইনত দণ্ডনীয়।

ওহিও-এর অক্সফোর্ডে পুরুষের পোস্টারের সামনে নারীদের পোশাক পরিবর্তন করা আইনে নিষিদ্ধ।

ম্যারিল্যান্ডের বালতিমোরে সিনেমা হলে সিংহ নিয়ে যাওয়া নিষেধ করা আছে।

টেক্সাসের আইনে কোনো অপরাধ করার ২৪ ঘণ্টা আগে পুলিশকে নোটিস দিতে বলা আছে।

সাউথ ডাকোটাতে পনিরের ফ্যাক্টরিতে ঘুমিয়ে পরা নিষিদ্ধ।

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়াতে লাইট বাল্ব বদলাতেও লাইসেন্স করা ইলেক্ট্রিসিয়ান আনার নিয়ম করা আছে।

ফ্রান্সে শূকরের নাম নেপোলিয়ন রাখা নিষিদ্ধ।

সিঙ্গাপুরে চুইং গাম বেআইনি।

অ্যারিজোনায় উট শিকার করা বেআইনি।

নর্থ ক্যারোলিনায় মৃত ব্যক্তির সামনে কসম করা বেআইনি।

ইসরাইলে রোববার নাক খোঁচানো দণ্ডনীয় অপরাধ।

থাইল্যান্ডে আন্ডারওয়্যার ছাড়া বাসা থেকে বের হওয়া বেআইনি।

তুরস্কে ৮০ বছরের বেশি বয়সীদের পাইলট হওয়া বেআইনি।

টেক্সাসে নিজের চোখ নিজে বিক্রয় করা নিষিদ্ধ।


সূত্র : ওয়েবসাইট

No comments:

Post a Comment

Thank you very much.