তখন বেগম জিয়া এরশাদের নির্বাচনী ফাঁদে পা না দিয়ে এরশাদ পতনের আন্দোলনের পুরানা অবস্থানে চলে যান।এদিকে গুলশানের এস আই চৌধুরীর বাড়িতে ডিজিডি এফ আই ব্রিগেডিয়ার মাহমুদুল হাসানের সাথে শেখ হাসিনার আবার বৈঠক হয় এবং সেই বৈঠকে দাবি করা হয় নির্বাচনী ব্যয় হসাবে আগে যে পরিমা অর্থ ধরা হয়েছে, এখন তার তিনগুণ অর্থ দিতে হবে।ডিজিডি এফ আই ব্রিগেডিয়ার মাহমুদুল হাসান এক ঘন্টা সময় চেয়ে চলে যান এবং বঙ্গবন্ধু কন্য শেখ হাসিনা ধানমন্ডি ৩২ নম্বার বঙ্গবন্ধু ভবনে চলে আসেন। ঘন্টা দুই পর সন্ধ্যার দিকে ব্যবসায়ী এস আই চৌধুরী দুটি মাইক্রোবাস সঙ্গে নিয়ে ৩২ নম্বারে এসে হাজির। এস আই চৌধুরী আর শেখ হাসিনার মধ্যে এক-দেড় মিনিট কথা, তারপরই হুকুম হলো তাড়াতাড়ি মাইক্রোবাস থেকে বস্তাগুলো নামিয়ে আনো। সঙ্গে সঙ্গে মাইক্রোবাস থেকে মুখ সেলাই করা মোট নয়টি নতুন বস্তা নামিয়ে বঙ্গবন্ধু ভবনের নিচতলায় লাইব্রেরী আর বেডরুমের মাঝে মাষ্টার বাথরুম সেই বাথরুমে রাখা হলো। (পৃ:৫৫, আমার ফাঁসি চাই -মতিউর রহমান রেন্টু)
♦♦♦নিরপেক্ষতার মখোশ পরা শক্ত ইমানের হাম্বা, যারা রেন্টুর কথা বিশ্বাস করবেন না তারা নিচের ভিডিওটা দেখুনঃ
http://www.youtube.com/watch?v=FCweOhejOCk
<iframe width="425" height="350" src="//www.youtube.com/embed/6tcB5zJlrjo" frameborder="0" allowfullscreen>


No comments:
Post a Comment
Thank you very much.